AB Bank
  • ঢাকা
  • বুধবার, ০৫ নভেম্বর, ২০২৫, ২০ কার্তিক ১৪৩২

সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল

Ekushey Sangbad QR Code
BBS Cables
Janata Bank
  1. জাতীয়
  2. রাজনীতি
  3. সারাবাংলা
  4. আন্তর্জাতিক
  5. অর্থ-বাণিজ্য
  6. খেলাধুলা
  7. বিনোদন
  8. শিক্ষা
  9. তথ্য-প্রযুক্তি
  10. অপরাধ
  11. প্রবাস
  12. রাজধানী

নান্দাইলে শিক্ষার্থীদের মাঝে ৫০০ গাছের চারা বিতরণ



নান্দাইলে শিক্ষার্থীদের মাঝে ৫০০ গাছের চারা বিতরণ

ময়মনসিংহের নান্দাইলে শিক্ষার্থীদের মাঝে ৫০০ গাছের চারা বিতরণ করা হয়েছে।বুধবার (৫ নভেম্বর) বিকাল ৪টায় উপজেলা যুগান্তর স্বজন সমাবেশের উদ্যোগে এবং উপজেলা বন বিভাগের সহযোগিতায় নান্দাইল রোড উচ্চ বিদ্যালয়ের শিক্ষার্থীদের মধ্যে বিভিন্ন প্রজাতির ফলজ ও বনজ গাছের চারা বিতরণ করা হয়।

কর্মসূচীর শুভ উদ্বোধন করেন দৈনিক যুগান্তর নান্দাইল প্রতিনিধি মো. শামছ-ই-তাবরীজ রায়হান। এসময় উপস্থিত ছিলেন বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক শফিকুল ইসলাম সিদ্দিকী, সিনিয়র শিক্ষক মোহাম্মদ শামছুল হক, মো. হাবিবুল্লাহ, ক্রীড়া শিক্ষক মুজিবুর রহমান, জেবুন্নেছা দীপ্তি, আলফা হাসিনা লাকি, সালমা আক্তার, মিনা বেগম, নাজমীন আক্তার, রাকিবুল হাসান, যুগান্তর স্বজন সমাবেশের সদস্য আল আমিন সরকার, সাংবাদিক মো. শাহজাহান ফকির প্রমুখ।

বিনামূল্যে গাছের চারা পেয়ে শিক্ষার্থীরা আনন্দিত হন। পাশাপাশি বিদ্যালয়ের শিক্ষকবৃন্দ যুগান্তর স্বজন সমাবেশের এ উদ্যোগের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন।

গাছের চারা বিতরণকালে সাংবাদিক মো. শামছ-ই-তাবরীজ রায়হান উপস্থিত শিক্ষার্থীদের বেশি বেশি করে গাছ লাগানোর জন্য আহ্বান জানান। তিনি বলেন, “পরিবেশ রক্ষায় গাছ লাগানো যেমন প্রয়োজন, তেমনি জীবের প্রাণ রক্ষায় অক্সিজেনের ভাণ্ডার হিসেবেও এটি অপরিহার্য।”

জগান্তর স্বজন সমাবেশের উদ্যোগে এ ধরনের কর্মসূচি ভবিষ্যতেও অব্যাহত থাকবে।

 

একুশে সংবাদ/এ.জে

সর্বোচ্চ পঠিত - সারাবাংলা

Link copied!