পটুয়াখালী-৩ (গলাচিপা-দশমিনা) আসনে বিএনপির দলীয় প্রার্থী ঘোষণার দাবীতে বুধবার সন্ধ্যায় বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে স্থানীয় বিএনপি।
বিক্ষোভ মিছিলটি বিএনপির অস্থায়ী কার্যালয় থেকে শুরু হয়ে পৌরশহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে অস্থায়ী কার্যালয়ের সামনে শেষ হয়। মিছিলকারীরা ধানের শীষ এবং প্রার্থী হাসান মামুনের পক্ষে শ্লোগান দেন।
মিছিল শেষে বক্তব্য রাখেন উপজেলা বিএনপির সভাপতি মোঃ ছিদ্দিকুর রহমান, সাধারণ সম্পাদক আঃছত্তার হাওলাদার, মাসুম বিল্লাহ, মশিউর রহমান শাহিন, আসাদুজ্জামান সবুজসহ অন্যান্য নেতারা। বক্তারা হাইকমান্ডের কাছে পটুয়াখালী-৩ আসনে দলীয় প্রার্থী ঘোষণার দাবি জানান।
একুশে সংবাদ/এ.জে



একুশে সংবাদের সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

