আগামী জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে ২৩৭ আসনে দলীয় প্রার্থীর নাম ঘোষণা করেছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)। তবে বাদ পড়েছে ঢাকা-২০ (ধামরাই) আসন। তবুও মনোনয়ন প্রত্যাশী হিসেবে মাঠ ছাড়েননি ঢাকা জেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক নাজমুল হাসান অভি।
বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ঘোষিত রাষ্ট্র সংস্কারের ৩১ দফা প্রচারে সোমবার (৪ নভেম্বর) দিনভর ধামরাই উপজেলার যাদবপুর ইউনিয়নে গণসংযোগ, লিফলেট বিতরণ ও মতবিনিময় কর্মসূচি পরিচালনা করেন তিনি। নাজমুল হাসান অভি জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় ছাত্রদলের সাবেক সাধারণ সম্পাদক। ২০২৪ সালের জুলাই গণঅভ্যুত্থানের পর থেকেই তিনি পথসভা, উঠান বৈঠক, মিছিল, র্যালি ও সমাবেশসহ নানা কর্মসূচিতে সক্রিয় রয়েছেন।
পরে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে নাজমুল হাসান অভি বলেন, “বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান রাষ্ট্র সংস্কারের ৩১ দফার লিফলেট আমাদের হাতে তুলে দিয়েছেন জনগণের কাছে পৌঁছে দেওয়ার জন্য। আমাদের ৩১ দফাই প্রতিটি নাগরিকের জন্য গুরুত্বপূর্ণ ও বাস্তবসম্মত। যদি আমাকে ঢাকা-২০ আসনে মনোনীত করা হয়, তবে ৩১ দফার প্রতিটি বিষয় বাস্তবায়ন করে ধামরাইকে একটি মডেল উপজেলা হিসেবে গড়ে তুলব।”
এ সময় উপস্থিত ছিলেন ঢাকা জেলা ওলামা দলের যুগ্ম আহ্বায়ক নুরুল ইসলাম, জেলা স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহ্বায়ক রাশেদ মিয়া, সদস্য সাইদুর রহমান জনি, রাশেদুল কবির রাসেল, জহিরুল ইসলাম নাঈম, মনির, রাশেদুল ইসলাম টিপু, ধামরাই থানা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক আব্দুল মান্নান ফিরোজ, সদস্য সচিব সুজন মাহমুদ, যুগ্ম আহ্বায়ক ইঞ্জিনিয়ার শাহীন, ধামরাই সরকারি কলেজ ছাত্রদলের সদস্য সচিব শাইখ ইসলামসহ আরও অনেকে।
এদিকে নাজমুল হাসান অভি ছাড়াও ঢাকা-২০ আসনে বিএনপির মনোনয়ন প্রত্যাশী হিসেবে রয়েছেন ধামরাই উপজেলা বিএনপির সভাপতি তমিজ উদ্দিন, ঢাকা জেলা যুবদলের সভাপতি ইয়াসিন ফেরদৌস মুরাদ এবং কেন্দ্রীয় মহিলা দলের সাধারণ সম্পাদক সুলতানা আহমেদ।
একুশে সংবাদ/এ.জে



একুশে সংবাদের সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

