ঐতিহাসিক ৭ নভেম্বর ‘জাতীয় বিপ্লব ও সংহতি দিবস’ উপলক্ষে ব্রাহ্মণবাড়িয়া জেলা বিএনপির উদ্যোগে অঙ্গ ও সহযোগী সংগঠনের যৌথ প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার (৪ নভেম্বর) সন্ধ্যায় শহরের পুনিয়াউট এলাকায় আয়োজিত সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিএনপির কেন্দ্রীয় অর্থনৈতিক বিষয়ক সম্পাদক ও জেলা বিএনপির সভাপতি ইঞ্জিনিয়ার খালেদ হোসেন মাহবুব শ্যামল। সভাটি পরিচালনা করেন জেলা বিএনপির সাধারণ সম্পাদক সিরাজুল ইসলাম সিরাজ।
সভায় প্রধান অতিথি তার বক্তব্যে বলেন, “৭ই নভেম্বর আমাদের দলের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি দিন। আমরা দিনটিকে সফলভাবে উদযাপন করব। মানুষ এখন অনেক সচেতন; আমরা যদি ঐক্যবদ্ধ থাকি, তবে নির্বাচনে অবশ্যই বিজয় অর্জন সম্ভব।”
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা বিএনপির সিনিয়র সহ-সভাপতি জহিরুল হক খোকন, সাবেক সভাপতি হাফিজুর রহমান মোল্লা কচি, অ্যাডভোকেট শফিকুর রহমান, অ্যাডভোকেট গোলাম সারোয়ার খোকন, এবিএম মমিনুল হক, অ্যাডভোকেট তারিকুল ইসলাম রুমা, আলী আজম, মিজানুর রহমান ও মনির হোসেন। এছাড়া জেলা যুবদল সভাপতি শামীম মোল্লা, সাধারণ সম্পাদক ইয়াছিন মাহমুদ, সরাইল উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক অ্যাডভোকেট নূরুজ্জামান লস্কর তপু প্রমুখ নেতৃবৃন্দও বক্তব্য রাখেন।
সভায় জেলা বিএনপি, যুবদল, ছাত্রদল, মহিলা দল, কৃষকদলসহ অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
এ সময় উপস্থিত নেতৃবৃন্দ ব্রাহ্মণবাড়িয়া-৩ (সদর-বিজয়নগর) আসনে দলীয় মনোনয়ন প্রার্থী হিসেবে ইঞ্জিনিয়ার খালেদ হোসেন মাহবুব শ্যামলকে মনোনীত করায় বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন।তারা আগামী ৭ নভেম্বর জাতীয় বিপ্লব ও সংহতি দিবস ব্যাপকভাবে পালনের জন্য সকল স্তরের নেতাকর্মীদের উপস্থিত থাকার আহ্বান জানান।
একুশে সংবাদ/এ.জে



একুশে সংবাদের সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

