শেরপুরে জেলা পর্যায়ে গ্রাম আদালতের কার্যক্রমের বার্ষিক অগ্রগতি পর্যালোচনা ও করণীয় বিষয়ক অর্ধ-বার্ষিক সমন্বয় সভা অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার (নভেম্বর )সকাল ১১টায় জেলা প্রশাসকের কার্যালয়ের সম্মেলন কক্ষে আয়োজিত সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা প্রশাসক তরফদার মাহমুদুর রহমান।
সভায় জেলা প্রশাসক বলেন, “স্থানীয় সরকার ব্যবস্থার অন্যতম ভিত্তি হিসেবে গ্রাম আদালত গ্রামীণ পর্যায়ে সহজ, সাশ্রয়ী ও সময়োপযোগী বিচারপ্রাপ্তি নিশ্চিত করতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে। গ্রামীণ বিচারব্যবস্থাকে আরও গতিশীল, জবাবদিহিমূলক ও জনবান্ধব করতে সবাইকে আন্তরিকতার সঙ্গে দায়িত্ব পালন করতে হবে। গ্রাম আদালতের কার্যক্রম আরও সেবামুখী ও দক্ষ করতে এ ধরনের প্রশিক্ষণ কার্যক্রম অব্যাহত থাকবে।”
সভায় সভাপতিত্ব করেন স্থানীয় সরকারের উপপরিচালক মিজ আরিফা সিদ্দিকা। বিশেষ অতিথি ছিলেন অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট মোঃ শাকিল আহমেদ।
সভায় সংশ্লিষ্ট দপ্তরের কর্মকর্তা ও অংশীজনরা সক্রিয়ভাবে অংশগ্রহণ করেন। প্রশিক্ষণে গ্রাম আদালতের কার্যপ্রণালী, মামলা ব্যবস্থাপনা, রেজিস্টার রক্ষণাবেক্ষণ, সমঝোতা প্রক্রিয়া এবং সেবাগ্রহীতার অধিকারসহ নানা গুরুত্বপূর্ণ বিষয় বিস্তারিতভাবে আলোচনা করা হয়।
একুশে সংবাদ/এ.জে
    
                        

                                        
                                            
                                                        
                            
একুশে সংবাদের সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
												
												
												
												
												
												
												
												
                                            
                                            
                                            
                                            
