নওগাঁর নিয়ামতপুরে ২০২৫-২৬ অর্থবছরের রবি মৌসুমে গম, সরিষা, সূর্যমুখী, চিনাবাদাম, শীতকালীন পেঁয়াজ, মুগ এবং মসুর ফসলের আবাদ ও উৎপাদন বৃদ্ধির লক্ষ্যে ৮০৫০ জন ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকের মাঝে বিনামূল্যে বীজ ও রাসায়নিক সার বিতরণের শুভ উদ্বোধন করা হয়েছে।
সোমবার (০৩ নভেম্বর) বেলা ১০টায় উপজেলা পরিষদ মিলনায়তনে বীজ ও সার বিতরণের উদ্বোধন অনুষ্ঠিত হয়। উপজেলা কৃষি অফিসার রফিকুল ইসলামের সভাপতিত্বে আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) রেজাউল করিম।
এ সময় উপস্থিত ছিলেন নিয়ামতপুর থানার অফিসার ইনর্চাজ (ওসি) হাবিবুর রহমান, উপজেলা প্রকৌশলী (এলজিইডি) জাহিদুল ইসলাম, উপ-সহকারী উদ্ভিদ সংরক্ষণ কর্মকর্তা শফিউল আলম, উপজেলা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক জনি আহমেদ প্রমুখ।
উল্লেখ্য, উপজেলার ৮টি ইউনিয়নে ৮০৫০ জন ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকের মাঝে পর্যায়ক্রমে প্রণোদনার বীজ ও রাসায়নিক সার বিতরণ করা হবে। প্রতিজন কৃষককে ১০ কেজি ডিএপি, ১০ কেজি এমওপি সার এবং বীজ প্রদান করা হয়েছে।
একুশে সংবাদ/এ.জে



একুশে সংবাদের সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

