জনস্বাস্থ্য, সড়ক ব্যবহারকারী ও পরিবেশের তোয়াক্কা না করেই যশোরের অভয়নগর উপজেলার নওয়াপাড়া পৌর কর্তৃপক্ষ জনবহুল সড়কের পাশে উন্মুক্ত ময়লার ভাগাড় তৈরি করেছে।
দক্ষিণবঙ্গের অন্যতম ব্যস্ত যশোর–খুলনা মহাসড়কের পাশে পাট মন্ত্রণালয়ের শিল্প হাসপাতালের পরিত্যক্ত ভবন এলাকার পাশে ভাগাড়টি স্থাপন করা হয়েছে।
স্থানটি অভয়নগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আওতাধীন হওয়ায় হাসপাতাল কর্তৃপক্ষ সেখানে বর্জ্য না ফেলার জন্য সাইনবোর্ড টাঙালেও তা উপেক্ষা করছে পৌর প্রশাসন।
পরিবেশ আইনে ডায়াগনস্টিক সেন্টার, ক্লিনিক ও হাসপাতালের বর্জ্য সম্পূর্ণ আলাদাভাবে ধ্বংস করার নিয়ম থাকলেও নওয়াপাড়া পৌরসভা সেই বিধি না মেনে পৌর এলাকার ডায়াগনস্টিক সেন্টার ও ক্লিনিকগুলোর বর্জ্য এই উন্মুক্ত ভাগাড়ে ফেলছে। যা জনস্বাস্থ্য ও পরিবেশের জন্য মারাত্মক হুমকি তৈরি করেছে।
রাজঘাট এলাকার বাসিন্দা মিজানুর রহমান বলেন, “এখানে ময়লা ফেলার দুর্গন্ধে থাকা যায় না। সামান্য বৃষ্টি হলেই ময়লা ও বৃষ্টির পানি মিশে কৃষিজমি ও জলাশয়ে চলে যায়। এতে জমির ফসলেরও ক্ষতি হচ্ছে।”
অভয়নগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. আলিমুন রাজীব বলেন, “আমাদের নিষেধ অমান্য করে পৌর কর্তৃপক্ষ স্বাস্থ্য কমপ্লেক্সের জায়গায় বর্জ্য ফেলছে। এ বিষয়ে আমরা ইউএনও মহোদয়কে অবহিত করেছি।”
এ বিষয়ে যশোর পরিবেশ অধিদফতরের উপপরিচালক আতাউর রহমান বলেন, “উন্মুক্তভাবে বর্জ্য ফেলার নিয়ম নেই। বর্জ্য ব্যবস্থাপনার পূর্ণ দায়িত্ব পৌর কর্তৃপক্ষের।”
উন্মুক্তভাবে ময়লা ফেলার বিষয়টি স্বীকার করে নওয়াপাড়া পৌরসভার নির্বাহী কর্মকর্তা সাইফুল ইসলাম বলেন, “আমরা নিজস্ব বর্জ্য ফেলার স্থান তৈরির জন্য জমি অধিগ্রহণের চেষ্টা করছি। আশা করছি দ্রুত সময়ের মধ্যেই তা সম্পন্ন করতে পারব, তখন এ সমস্যার সমাধান হবে।”
একুশে সংবাদ/এ.জে



একুশে সংবাদের সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

