জনপ্রিয় শিশু প্রতিযোগিতা অনুষ্ঠান নতুন কুঁড়ি-তে আধুনিক গানের বিভাগে সারা দেশে তৃতীয় স্থান অর্জন করেছে ঝিনাইদহের কোটচাঁদপুরের শেখ রোদসী রায়ানা তরিতা। শনিবার ঢাকায় বাংলাদেশ টেলিভিশন (বিটিভি) ভবনে অনুষ্ঠিত এ প্রতিযোগিতায় সে এই সাফল্য অর্জন করে।
জানা গেছে, কোটচাঁদপুর বালিকা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের চতুর্থ শ্রেণির ছাত্রী তরিতা সহকারী শিক্ষক বাবুল আক্তার (টোকন) ও গৃহিণী মমতাজ আক্তারের মেয়ে। ছোটবেলা থেকেই সাংস্কৃতিক কর্মকাণ্ডে আগ্রহী তরিতা স্থানীয় মিতালী সংগীত একাডেমিতে সংগীত শেখা শুরু করে তিন বছর বয়সে। তাঁর প্রথম সংগীতগুরু ছিলেন খাজা সামাদ উল্লাহ টুটুল।
বাংলাদেশ টেলিভিশনের দীর্ঘদিন বন্ধ থাকা জনপ্রিয় অনুষ্ঠান নতুন কুঁড়ি এ বছর পুনরায় শুরু হয়। সেখানে নৃত্য, লোকসংগীত ও আধুনিক গানের তিনটি বিভাগে অংশ নেয় তরিতা। খুলনা বিভাগীয় বাছাইপর্বে আধুনিক গানে সেরা পাঁচে উঠে আসে সে। পরে জাতীয় পর্যায়ে আট বিভাগের ৪০ জন প্রতিযোগীর সঙ্গে প্রতিদ্বন্দ্বিতা করে অর্জন করে তৃতীয় স্থান।
তরিতার এই অর্জনে পরিবার, শিক্ষক, সহপাঠী ও এলাকাবাসীর মধ্যে আনন্দের জোয়ার নেমেছে।
সহপাঠীরা জানায়, “তরিতা আমাদের গর্ব। তার সাফল্যে আমরা অনুপ্রাণিত।”
তরিতার পিতা বাবুল আক্তার বলেন, “ছোটবেলা থেকেই সে সাংস্কৃতিক মনোভাবাপন্ন। আমরা তাকে সবসময় উৎসাহ দিয়েছি। নতুন কুঁড়িতে দেশের তৃতীয় হওয়ায় আমরা অত্যন্ত গর্বিত।”
বিদ্যালয়ের প্রধান শিক্ষক রাধা রানী বলেন, “তরিতার অর্জন শুধু বিদ্যালয়ের নয়, পুরো এলাকার জন্য গর্বের বিষয়। আমি চাই, তার সাফল্যে অনুপ্রাণিত হয়ে আরও শিক্ষার্থী এগিয়ে আসুক।”
গানের শিক্ষক খাজা সামাদ উল্লাহ টুটুল বলেন, “সারা দেশের বহু সংগীত একাডেমি ও শিক্ষককে পেছনে ফেলে মিতালী সংগীত একাডেমির ছাত্রী তরিতা তৃতীয় হয়েছে—এটা কোটচাঁদপুরবাসীর জন্য গর্বের। আমি বিশ্বাস করি, তরিতা ভবিষ্যতে আরও বড় সাফল্য অর্জন করবে।”
একুশে সংবাদ/এ.জে



একুশে সংবাদের সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

