গোপালগঞ্জের মুকসুদপুরের রাজপথ বৃহস্পতিবার বিকেলে প্রাণবন্ত রাজনৈতিক উচ্ছ্বাসে মুখর হয়। জাতীয়তাবাদী রাজনীতির কর্মীবাহিনী হাতে নেয় নতুন উদ্যম—তারেক রহমান ঘোষিত রাষ্ট্র কাঠামো মেরামতের প্রস্তাবিত ৩১ দফা কর্মসূচি প্রচারের অঙ্গীকারে।
বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)-এর জাতীয় নির্বাহী কমিটির সহ-সাংগঠনিক সম্পাদক (ফরিদপুর বিভাগ) সেলিমুজ্জামান সেলিমের পক্ষে লিফলেট বিতরণ ও গণমিছিলের আয়োজন করে মুকসুদপুর পৌর বিএনপির ১, ২ ও ৩ নম্বর ওয়ার্ড ও অঙ্গসংগঠন।
উদ্দীপ্ত স্লোগান, ব্যানার ও দলীয় পতাকায় গোটা এলাকা মুখরিত হয়ে ওঠে। স্থানীয় নেতাকর্মীদের চোখ-মুখে স্পষ্ট ছিল উৎসাহ ও উদ্দীপনা।
গণমিছিল শেষে মুকসুদপুরের বিশ্বরোড কলেজ মোড়ে এক সমাবেশ অনুষ্ঠিত হয়, যার সভাপতিত্ব করেন পৌর বিএনপির সভাপতি আবুল বসার টুলটু বিশ্বাস এবং সঞ্চালনা করেন সাধারণ সম্পাদক মশিউর রহমান মিন্টু। সমাবেশে বক্তব্য রাখেন উপজেলা বিএনপির সভাপতি আব্দুস সালাম খান ও সাধারণ সম্পাদক তরিকুল ইসলাম রাজু।
এসময় উপস্থিত ছিলেন সাবেক মেয়র সাজ্জাদ করিম মন্টু, উপজেলা বিএনপির সহসভাপতি মো. মুন্নু মুন্সী, সিনিয়র যুগ্ম সম্পাদক শাহীনুর রহমান মুন্সী, দপ্তর সম্পাদক আব্দুল কাইয়ুম মুন্সী, সাবেক প্যানেল মেয়র নিয়ামত আলী খান, সহসভাপতি ওলিয়ার রহমান মুন্সী, টুকু শেখ, রুস্তম মোল্যা, সাংগঠনিক সম্পাদক ইকরাম হোসেন, দপ্তর সম্পাদক একে আসাদ মিয়া, পৌর স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক মোরাদ মল্লিক, মহিলা দলের সভানেত্রী নিশাত জাহান, মহিলাদলের নেত্রী মুক্তা খানম, যুবদল নেতা নাসির খান, উপজেলা ছাত্রদলের সভাপতি হাবিবুর রহমান রইন, যুগ্ম সম্পাদক মিনাল মাতুব্বর, সাংগঠনিক সম্পাদক কাজী নয়ন, পৌর ছাত্রদলের সভাপতি আশিক মুন্সী, যুগ্ম সম্পাদক আসাদ মিয়া, সাংগঠনিক সম্পাদক অন্তর বিশ্বাস, সরকারি মুকসুদপুর কলেজ ছাত্রদলের সভাপতি মেহেদী মুন্সী, যুগ্ম সম্পাদক সাকিব আহম্মেদ দীপুসহ বিভিন্ন স্তরের বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মী।
সভায় পৌর বিএনপির সভাপতি আবুল বসার টুলটু বিশ্বাস বলেন, “দেশের গণতন্ত্র পুনরুদ্ধার ও জনগণের ভোটাধিকার ফিরিয়ে আনতে তারেক রহমানের ঘোষিত ৩১ দফা এখন সময়ের দাবি। মুকসুদপুর-কাশিয়ানীতে সেলিমুজ্জামান সেলিম ভাই মনোনয়ন পাবেন, ইনশাআল্লাহ তিনিই হবেন ধানের শীষের বিজয়ী প্রার্থী।”
একুশে সংবাদ/এ.জে



একুশে সংবাদের সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

