নওগাঁর নিয়ামতপুরে মুক্তিযুদ্ধের চেতনা ধারণ ও নতুন প্রজন্মের মাঝে দেশপ্রেম জাগ্রত করার লক্ষ্যে বীর মুক্তিযোদ্ধাদের সমাবেশ ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
বুধবার (২৯ অক্টোবর) বেলা ১১টায় উপজেলা পরিষদ অডিটোরিয়ামে এ আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
উপজেলা বীর মুক্তিযোদ্ধা আব্দুস সাত্তারের সভাপতিত্বে সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নওগাঁ জেলা মুক্তিযোদ্ধা কমান্ডের আহ্বায়ক এস. এম. সিরাজুল ইসলাম।
সভায় উপজেলা মুক্তিযোদ্ধা সন্তান কমান্ডের দপ্তর সম্পাদক সারোয়ার জাহানের সঞ্চালনায় বক্তব্য দেন উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডের আহ্বায়ক বীর মুক্তিযোদ্ধা নুরুল আমিন, বীর মুক্তিযোদ্ধা মাহবুবুর রহমান, যতীন্দ্রনাথ বর্মনসহ উপজেলার বিভিন্ন ইউনিয়নের মুক্তিযোদ্ধা ও তাঁদের সন্তানরা।
প্রধান অতিথি এস. এম. সিরাজুল ইসলাম বলেন, “বাংলাদেশের স্বাধীনতা অর্জিত হয়েছে অসংখ্য প্রাণের বিনিময়ে। মুক্তিযোদ্ধারা জাতির শ্রেষ্ঠ সন্তান, তাঁদের মর্যাদা ও সম্মান রক্ষা করা আমাদের নৈতিক দায়িত্ব। মুক্তিযোদ্ধাদের কল্যাণ নিশ্চিতের পাশাপাশি তরুণ প্রজন্মকে মুক্তিযুদ্ধের ইতিহাস জানাতে হবে, তবেই দেশপ্রেম ও দায়িত্ববোধ জাগ্রত হবে।”
একুশে সংবাদ/এ.জে



একুশে সংবাদের সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

