বিএনপির যুগ্ম মহাসচিব শহীদ উদ্দিন চৌধুরী এ্যানি বলেছেন, ইসলাম আমাদেরকে মানবতার কল্যাণে কাজ করা শিখিয়েছে। ন্যায় প্রতিষ্ঠা করা এবং শান্তি বজায় রাখা শিখিয়েছে। ইসলামের আলোকেই সমাজে ইতিবাচক দিকনির্দেশনা তুলে ধরা সম্ভব ইমাম ও খতিবদের জন্য। তারা সমাজের জ্ঞানী, প্রজ্ঞাবান এবং নেতৃত্ব প্রদানকারী ব্যক্তি। আপনারা যে নেতৃত্ব প্রদান করেন, তার মাধ্যমেই সমাজে আলো ছড়িয়ে পড়ে, যা একজন রাজনীতিবিদের পক্ষে সহজ নয়।
বুধবার (২৯ অক্টোবর) দুপুরে লক্ষ্মীপুর জেলা মডেল মসজিদ মিলনায়তনে ইমাম-খতিব কনফারেন্সে বিশেষ অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। অনুষ্ঠানে সানে সাহাবা জাতীয় খতিব ফাউন্ডেশন, লক্ষ্মীপুর জেলা শাখার ব্যানারে আয়োজন করা হয়।
শহীদ উদ্দিন চৌধুরী আরও বলেন, “ইমামরা সেই প্রজ্ঞাবান ও জ্ঞানী ব্যক্তি, যিনি সমাজ যখন অন্ধকারে নিমজ্জিত হয়, তখন আলোর উম্মোচন করে। এই সমাজে আপনাদের অবস্থান অত্যন্ত সম্মানিত। বিগত কিছু বছর বাধাগ্রস্ত হয়েছেন, আঘাতপ্রাপ্ত হয়েছেন, আলো ছড়িয়ে দিতে পারেননি। আমরা রাজনৈতিক দলগুলোও সেখান থেকে বঞ্চিত ছিলাম। বঞ্চনার কারণে সবাই মিলে একসঙ্গে আন্দোলন ও সংগ্রামে অংশ নিয়েছি। সর্বশেষ জুলাই আন্দোলনের মধ্য দিয়ে আমরা সবাই ঐক্যবদ্ধ ভূমিকা পালন করেছি।”
তিনি আরও বলেন, “এখন যুগ ও সময়ের পরিবর্তন হয়েছে। এটি আমাদের জন্য চ্যালেঞ্জিং, তবে আমাদের নীতি-নৈতিকতা অক্ষুণ্ণ রাখতে হবে। মাদকমুক্ত সমাজ প্রতিষ্ঠা করতে পারলে আমাদের ভালো দিকগুলো সুরক্ষিত থাকবে। মাদক আমাদের জন্য বিরাট চ্যালেঞ্জ হয়ে দাঁড়িয়েছে। পুরো দেশে মনে হয়, মাদক যেন একটি এজেন্সির মাধ্যমে ছড়িয়ে পড়ছে। যদি আমরা সমাজকে এ থেকে মুক্ত করতে না পারি, তবে দিনের পর দিন আমাদের উন্নয়ন ব্যাহত হবে। রাষ্ট্র ও রাজনৈতিক সংস্কারের পাশাপাশি নাগরিক উন্নয়ন, ইজ্জত ও সম্মান, সন্ত্রাস ও মাদকমুক্ত সমাজ গড়ে তোলা জরুরি।”
অনুষ্ঠান পরিচালনা করেন ফাউন্ডেশনের জেলা কমিটির সাধারণ সম্পাদক মাওলানা হাবিব উল্যা। ফাউন্ডেশনের জেলা কমিটির সভাপতি মাওলানা মুজাহিদুল হকের সভাপতিত্বে এতে প্রধান অতিথি ছিলেন টুমচর ইসলামীয়া কামিল মাদ্রাসার সাবেক অধ্যক্ষ শায়খুল হাদীস আল্লামা হারুন আল মাদানী। প্রধান আলোচক ছিলেন শানে সাহাবা জাতীয় খতিব ফাউন্ডেশনের চেয়ারম্যান মুফতি শামীম মজুমদার। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ফাউন্ডেশনের মহাসচিব মুফতি শরীফ উল্লাহ তারেকী, জেলা জামায়াতের সেক্রেটারি এ আর হাফিজ উল্যা এবং ইসলামী আন্দোলন বাংলাদেশের জেলা সেক্রেটারি জহির উদ্দিন প্রমুখ।
একুশে সংবাদ/এ.জে



একুশে সংবাদের সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

