চাঁপাইনবাবগঞ্জে চেক ডিজঅনার মামলায় জেলা বিএনপির সদস্য সচিব ও ব্যবসায়ী রফিকুল ইসলাম ওরফে চাইনিজ রফিকের জামিন মঞ্জুর করেছেন আদালত।
বুধবার (২৯ অক্টোবর) বিকেলে চাঁপাইনবাবগঞ্জ যুগ্ম জেলা ও দায়রা জজ (প্রথম আদালত) আবুল বাশার মো. নাহিদুজ্জামান এই আদেশ দেন।
মামলার সূত্রে জানা গেছে, গত ২১ অক্টোবর একই আদালত রফিকুল ইসলামকে এক বছরের বিনাশ্রম কারাদণ্ড ও ৪০ লাখ টাকা অর্থদণ্ডে দণ্ডিত করেন।
বুধবার তিনি ২০ লাখ টাকা ব্যাংকে জমা দিয়ে আদালতে আত্মসমর্পণ করলে আদালত তার জামিন মঞ্জুর করেন।
জামিনের পর চাইনিজ রফিক গণমাধ্যমকে বলেন, “আওয়ামী লীগের এক ব্যক্তির মিথ্যা মামলায় আমাকে ফাঁসানো হয়েছে। জমি কেনাবেচার চুক্তি অনুযায়ী চারটি চেক ও নগদ অর্থ প্রদান করা হয়েছে, কিন্তু প্রতিপক্ষ চেক ফেরত না দিয়ে প্রতারণার আশ্রয় নিয়েছে। আমি বিশ্বাস করি, আপিলের মাধ্যমে সত্য প্রকাশ পাবে এবং ন্যায়বিচার প্রতিষ্ঠিত হবে।”
তিনি আরও অভিযোগ করেন, “৫ আগস্টের পর মনে করেছিলাম বিচার বিভাগ স্বাধীনভাবে কাজ করবে, কিন্তু দেখা গেছে, ফ্যাসিস্টদের দোসররাই প্রভাব খাটাচ্ছে। এমনকি দলের ভেতর থেকেও কেউ কেউ তাদের সহায়তা করছে।”
আসামিপক্ষের আইনজীবী অ্যাডভোকেট নূরে আলম সিদ্দিকী আসাদ বলেন, “এটি একটি প্রতারণার মাধ্যমে সাজানো মামলা। আদালত বিষয়টি বিবেচনা করে ন্যায্য সিদ্ধান্ত দিয়েছেন এবং জামিন মঞ্জুর করেছেন। আমরা নির্ধারিত সময়ের মধ্যে আপিল করব এবং আশা করি ন্যায়বিচার হবে।”
বিএনপির এই নেতার জামিনের খবর ছড়িয়ে পড়লে জেলা বিএনপির নেতাকর্মীদের মধ্যে স্বস্তি ও উচ্ছ্বাস দেখা দিয়েছে। দলের নেতারা একে ‘অন্যায়ের বিরুদ্ধে ন্যায়ের বিজয়’ বলে মন্তব্য করেছেন।
একুশে সংবাদ/এ.জে



একুশে সংবাদের সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

