AB Bank
  • ঢাকা
  • বুধবার, ২৯ অক্টোবর, ২০২৫, ১৩ কার্তিক ১৪৩২

সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল

Ekushey Sangbad QR Code
BBS Cables
Janata Bank
  1. জাতীয়
  2. রাজনীতি
  3. সারাবাংলা
  4. আন্তর্জাতিক
  5. অর্থ-বাণিজ্য
  6. খেলাধুলা
  7. বিনোদন
  8. শিক্ষা
  9. তথ্য-প্রযুক্তি
  10. অপরাধ
  11. প্রবাস
  12. রাজধানী

পীরগঞ্জে বিকাশ ব্যবসায়ী হত্যাকারীদের ফাঁসির দাবিতে বিক্ষোভ


Ekushey Sangbad
পীরগঞ্জ উপজেলা প্রতিনিধি, ঠাকুরগাঁও
০৬:৪৩ পিএম, ২৯ অক্টোবর, ২০২৫

পীরগঞ্জে বিকাশ ব্যবসায়ী হত্যাকারীদের ফাঁসির দাবিতে বিক্ষোভ

ঠাকুরগাঁওয়ের পীরগঞ্জ উপজেলার জাবরহাট বাজারের শিকার বিকাশ ও কম্পিউটার যন্ত্রাংশ ব্যবসায়ী ইসাহাক আলীর খুনিদের ফাঁসির দাবিতে মানববন্ধন ও বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। বুধবার দুপুরে উপজেলার জাবরহাট বাজারে এলাকাবাসীর আয়োজনে এই কর্মসূচি পালন করা হয়।

সমাবেশে বক্তব্য দেন জাবরহাট ইউনিয়নের চেয়ারম্যান জিয়াউর রহমান জিয়া, সাবেক চেয়ারম্যান হুমায়ুন কবির ও আব্দুস সফির, উপজেলা বিএনপির তথ্য ও গবেষণা সম্পাদক আখতারুজ্জামান, ইউনিয়ন বিএনপির সভাপতি জাহিদুর রহমান ডলার, পীরগঞ্জ অনলাইন জার্নালিস্ট এসোসিয়েশনের সভাপতি বাদল হোসেন, নিহত ইসাহাকের মা সফিলা খাতুন, বড় ভাই ইউনুস আলী, বড় বোন সামসুন নাহার এবং স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ।

সমাবেশ শেষে খুনিদের ফাঁসির দাবিতে শতশত এলাকাবাসী বিক্ষোভে অংশগ্রহণ করেন।

বক্তারা বলেন, ২০২১ সালের ২০ জুলাই রাতে দুর্বৃত্তরা ব্যবসায়ী ইসাহাক আলীকে নির্মমভাবে জবাই করে হত্যা করে। স্থানীয়রা পরদিন সকালে ক্ষতবিক্ষত মরদেহ দেখে পুলিশকে অবহিত করেন। পুলিশ মরদেহ উদ্ধার করে মর্গে পাঠায়। এ ঘটনায় এলাকায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়।

ঘটনার পর নিহতের পরিবার পীরগঞ্জ থানায় মামলা দায়ের করে। পুলিশ অভিযান চালিয়ে জাবরহাট গ্রামের নয়ন (২০), মাধবপুর গ্রামের আরিফুল ইসলাম (৩২) এবং চন্দরিয়া গ্রামের মেজবাউল ইসলাম (১৮) কে গ্রেপ্তার করে আদালতের মাধ্যমে জেলহাজতে প্রেরণ করে। পরে তারা জামিনে মুক্তি পান।

মামলার প্রধান আসামি চন্দরিয়া গ্রামের নুরুল মেম্বারের ছেলে মাসুদ রানা হত্যার পর ভারতে পালিয়ে যায়। দীর্ঘ চার বছর পর গত ২৪ অক্টোবর ভারতীয় সীমান্ত রক্ষী বাহিনী (বিএসএফ) তাকে আটক করে বাংলাদেশে পুশ ইন করে। পরে পীরগঞ্জ থানা পুলিশ তাকে গ্রেপ্তার করে আদালতের মাধ্যমে জেলহাজতে প্রেরণ করে। মামলার আরো একজন আসামী পলাতক রয়েছে।

বক্তারা অভিযোগ করেন, হত্যার চার বছর পেরিয়ে গেলেও এখনও বিচার কার্যক্রম শেষ হয়নি। পাশাপাশি আসামিরা জামিনে বেরিয়ে এসে নিহতের পরিবারকে হুমকি দিচ্ছে। তারা দ্রুত মামলার সকল আসামিকে গ্রেপ্তার করে জেলহাজতে আটক রেখে ন্যায়বিচার সম্পন্ন করার আহ্বান জানান।

 

একুশে সংবাদ/এ.জে

সর্বোচ্চ পঠিত - সারাবাংলা

Link copied!