জাতীয়তাবাদী যুবদলের ৪৭তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে নারায়ণগঞ্জের রূপগঞ্জে কাঞ্চন পৌর যুবদলের উদ্যোগে বর্ণাঢ্য র্যালি ও পথসভা অনুষ্ঠিত হয়েছে।
বুধবার (২৯ অক্টোবর) বিকেলে নারায়ণগঞ্জ জেলা যুবদলের সাবেক সহসভাপতি এডভোকেট আমিরুল ইসলাম ইমনের নেতৃত্বে কাঞ্চন পৌরসভার চরপাড়া এলাকা থেকে র্যালিটি শুরু হয়। পরে র্যালিটি কাঞ্চন বাজারের প্রধান সড়ক প্রদক্ষিণ করে কালাদি এলাকায় এসে এক পথসভায় মিলিত হয়।
পথসভায় উপস্থিত ছিলেন কাঞ্চন পৌর ছাত্রদলের সাবেক সভাপতি কবির হোসেন, পৌর ছাত্রদলের সাবেক সভাপতি মহিউদ্দিন রুমি, পৌর ছাত্রদলের সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক এডভোকেট ফায়জুর রহমান বাবলু, পৌর যুবদল নেতা আনিসুর রহমান শরীফ, সাদ্দাম হোসেন মুরাদ, কাইয়ুম, ফারুক, ইউসুফ, সুজন, আলামিন, ফয়সাল, জাকির, শুভসহ বিএনপি ও অঙ্গসংগঠনের স্থানীয় নেতৃবৃন্দ।
পথসভার বক্তব্যে এডভোকেট আমিরুল ইসলাম ইমন বলেন, “যুবদল সব সময় জনগণের অধিকার রক্ষার আন্দোলনে সামনের সারিতে থেকেছে। আজও সেই অঙ্গীকার নিয়ে আমরা মাঠে আছি। শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের আদর্শে অনুপ্রাণিত হয়ে আমরা গণতন্ত্র ও ন্যায়বিচারের সংগ্রামে অংশ নিচ্ছি।”
তিনি আরও বলেন, “আগামী দিনের রূপগঞ্জের কর্ণধর বীর মুক্তিযোদ্ধা কাজী মনিরুজ্জামান মনিরের নেতৃত্বে আমরা রূপগঞ্জকে এগিয়ে নিয়ে যাব। দেশে আজ ভোটাধিকার হরণ করা হয়েছে, নির্বাচন নিয়ে পায়তারা করা হচ্ছে। আগামী নির্বাচন দেশের মানুষের ভোটাধিকার ফিরিয়ে আনতে তরুণদেরই অগ্রণী ভূমিকা রাখতে হবে। যুবদলই পারে দেশের গণতন্ত্র পুনরুদ্ধারের লড়াইকে বিজয়ে পরিণত করতে। আগামী ফেব্রুয়ারিতে কোনোভাবেই দেশী-বিদেশী ষড়যন্ত্রকারীরা নির্বাচন ব্যাহত করতে পারবে না।”
একুশে সংবাদ/এ.জে



একুশে সংবাদের সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

