দীর্ঘ এক যুগ পর বাঘড়া স্বরূপ চন্দ্র পাইলট উচ্চ বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির নির্বাচন অনুষ্ঠিত হলো। মঙ্গলবার সকাল ১০টা থেকে বিকেল ৪টা পর্যন্ত শান্তিপূর্ণভাবে ভোটগ্রহণ সম্পন্ন হয়। বিকেল ৫টায় ফলাফল ঘোষণা করা হয়।
নির্বাচনে প্রিজাইডিং অফিসার হিসেবে দায়িত্ব পালন করেন শ্রীনগর উপজেলা খাদ্য নিয়ন্ত্রক কর্মকর্তা মো. আলমগীর হোসেন। পুরো নির্বাচনী প্রক্রিয়ার সময় ভোটার ও অভিভাবকদের মধ্যে ছিল উৎসবের আমেজ।
পুরুষ সদস্য পদে চারজন প্রার্থী বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হন। তারা হলেন মোহাম্মদ নুরুল হক, রমজান হোসেন, মো. মিলন খন্দকার ও মো. ইসমাইল হোসেন।
সংরক্ষিত মহিলা সদস্য পদে ভোটগ্রহণ অনুষ্ঠিত হয়। এতে দুইজন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করেন। মোট ৫৮৫ জন ভোটারের মধ্যে ২২০ জন তাদের ভোটাধিকার প্রয়োগ করেন। এর মধ্যে রাবেয়া বেগম ১৬৭ ভোট পেয়ে বিজয়ী হন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী প্রার্থী আসমা আক্তার পেয়েছেন ৬৫ ভোট।
শিক্ষক প্রতিনিধি পদে নির্বাচিত হয়েছেন অত্র বিদ্যালয়ের শিক্ষক-একে এস এম সোহরাব হোসেন, আশরাফুল ইসলাম ও সিদ্দিকা রহমান।
নির্বাচন শেষে প্রিজাইডিং অফিসার জানান, কোনো ধরনের অপ্রীতিকর ঘটনা ছাড়াই শান্তিপূর্ণভাবে ভোটগ্রহণ সম্পন্ন হয়েছে। ভোটারদের মধ্যে ছিল ব্যাপক আগ্রহ ও উচ্ছ্বাস।
বিদ্যালয়ে দীর্ঘ ১২ বছর পর নির্বাচন হওয়ায় শিক্ষক, শিক্ষার্থী ও অভিভাবকদের মধ্যে নতুন আশার সঞ্চার দেখা দিয়েছে। সবাই আশা করছেন, নবনির্বাচিত ম্যানেজিং কমিটি বিদ্যালয়ের উন্নয়ন ও শিক্ষার মানোন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।
একুশে সংবাদ/এ.জে



একুশে সংবাদের সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

