ফরিদপুরে বাংলাদেশ ইয়াংস্টার সোশ্যাল অর্গানাইজেশন আয়োজিত এক কর্মশালায় অনলাইন জুয়া ও সাইবার অপরাধ নিয়ে সতর্কবার্তা দেওয়া হয়েছে।
মঙ্গলবার দুপুরে ফরিদপুরের সরকারি রাজেন্দ্র কলেজ প্রাঙ্গণে অনুষ্ঠিত এই কর্মশালায় সাইবার ক্রাইম, মানসিক স্বাস্থ্য, লিডারশিপ, শিক্ষা ও ক্যারিয়ার এবং তরুণদের সামাজিক দায়বদ্ধতা নিয়ে আলোচনা করা হয়। কর্মশালায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পুলিশ সুপার মো. আব্দুল জলিল। বিশেষ অতিথি ছিলেন সরকারি রাজেন্দ্র কলেজের অধ্যক্ষ এস. এম. আব্দুল হালিম, সিভিল সার্জন কার্যালয়ের মেডিকেল কর্মকর্তা ডা. আল আমিন সরোয়ার এবং সংগঠনটির প্রেসিডিয়াম সদস্য কাজী রিয়াজ ও কাজী জেবা তাহসিন।
পুলিশ সুপার মো. আব্দুল জলিল জানান, “যদি কারো মোবাইলে অনলাইন জুয়ার অ্যাপস পাওয়া যায়, তবে তাকে এক কোটি টাকা জরিমানা করা হবে।” তিনি আরও বলেন, দিনদিন সাইবার অপরাধের পরিধি ব্যাপকভাবে বৃদ্ধি পাচ্ছে। স্ক্যামিং, বুলিং, ফিশিং, হ্যাকিং, ডিজিটাল প্রতারণা এবং অনলাইন জুয়া মানুষের জীবনকে অতিষ্ঠ করছে। সামাজিক বিশৃঙ্খলা সৃষ্টি হচ্ছে এবং নৈতিক মূল্যবোধের অবক্ষয় দেখা দিচ্ছে।
কর্মশালার অংশগ্রহণকারীদের প্রতি পুলিশ সুপার ও বক্তারা পরামর্শ দেন, কেউ যদি এ ধরনের অপরাধের শিকার হয়, সঙ্গে সঙ্গে স্ক্রিনশট বা পোস্ট সংরক্ষণ করে নিকটস্থ থানায় জানাতে হবে অথবা বিশ্বস্ত কারো সাথে শেয়ার করতে হবে। এছাড়া অজানা লিঙ্কে প্রবেশ না করার ওপর বিশেষভাবে জোর দেওয়া হয়। কারণ, এসব লিঙ্ক বা ফিশিং-এর মাধ্যমে ব্যক্তিগত তথ্য বা ছবি নিয়ে ব্ল্যাকমেইলিংয়ের শিকার হতে হয়।
কর্মশালার আলোচনায় এআই-এর নেতিবাচক দিক সম্পর্কেও সতর্ক থাকার আহ্বান জানানো হয়।
একুশে সংবাদ/এ.জে



একুশে সংবাদের সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

