নেত্রকোনার কেন্দুয়ায় তৌফিকুর রহমান তামিম (১৬) নামে অষ্টম শ্রেণির এক শিক্ষার্থী ফাঁসিতে ঝুলে আত্মহত্যা করেছে।বুধবার (২৯ অক্টোবর) দুপুর ১টার দিকে উপজেলার শান্তিবাগ এলাকায় নিজ বাসায় এ ঘটনা ঘটে।
নিহত তামিমের গ্রামের বাড়ি উপজেলার চিরাং ইউনিয়নের চিথোলিয়া গ্রামে। তিনি হাফেজ ফয়জুর রহমানের ছেলে।
পুলিশ ও পরিবার সূত্রে জানা যায়, পড়াশোনায় মনোযোগী হওয়ার জন্য বাবা-মা তাগাদা দিলে তামিম অভিমান করে দুপুরে নিজ কক্ষে সিলিং ফ্যানের সঙ্গে ওড়না পেঁচিয়ে আত্মহত্যা করে। পরে পরিবারের সদস্যরা তাকে উদ্ধার করে কেন্দুয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন। ঘটনার সময় বাসায় কেউ ছিলেন না।
তামিমের মৃত্যুতে বাবা-মা শোকে পাগলপ্রায় হয়ে পড়েছেন এবং এলাকায় নেমে এসেছে গভীর শোকের ছায়া।
কেন্দুয়া থানার অফিসার ইনচার্জ (ওসি) মিজানুর রহমান ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, “ফাঁসিতে ঝুলে স্কুলছাত্র তামিমের আত্মহত্যার বিষয়ে আইনগত প্রক্রিয়া চলছে।”
একুশে সংবাদ/এ.জে



একুশে সংবাদের সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

