নওগাঁর আত্রাইয়ে ২০২৫-২৬ অর্থ বছরে রবি মৌসুমে ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের জন্য বিনামূল্যে বীজ ও সার বিতরণের কার্যক্রম উদ্বোধন করা হয়েছে। বুধবার (২৯ অক্টোবর) সকাল ১১টায় উপজেলা পরিষদ প্রাঙ্গণে উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের আয়োজনে এই কর্মসূচি শুরু হয়।
প্রণোদনার আওতায় মোট ৫ হাজার কৃষককে ধাপে ধাপে প্রয়োজনীয় বীজ ও সার দেওয়া হবে। গম, সরিষা, সূর্যমুখী, চিনাবাদাম, শীতকালীন পেঁয়াজ, মুগ ও মসুর ফসলের জন্য কৃষকরা নির্ধারিত পরিমাণ বীজ ও সার পাবেন।
উদ্বোধনী অনুষ্ঠানে আত্রাই উপজেলা নির্বাহী অফিসার (ভারপ্রাপ্ত) ও সহকারী কমিশনার (ভূমি) মো. নূরে আলম সিদ্দিক প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন। তিনি বলেন, “কৃষকদের উৎপাদন খরচ কমানো ও ফসলের উৎপাদন বৃদ্ধি করাই সরকারের লক্ষ্য। এই প্রণোদনা কর্মসূচির মাধ্যমে ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকরা সরাসরি উপকৃত হবেন।”
উপজেলা কৃষি অফিসার কৃষিবিদ প্রসেনজিৎ তালুকদার সভাপতিত্বে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা, যুব উন্নয়ন কর্মকর্তা, সিনিয়র মৎস্য কর্মকর্তা, সমাজসেবা কর্মকর্তা ও উপসহকারী কৃষি কর্মকর্তাগণ। তিনি বলেন, “ডিএপি ও এমওপি সারসহ উন্নতমানের বীজ দেওয়ায় ফসলের উৎপাদন ও গুণগত মান বৃদ্ধি পাবে। আমাদের কর্মকর্তা-মণ্ডলী মাঠে কৃষকদের কারিগরি সহযোগিতা দেবেন।”
একুশে সংবাদ/এ.জে



একুশে সংবাদের সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

