চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলায় রবি/২০২৫-২৬ মৌসুমে ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মাঝে বিনামূল্যে বীজ ও রাসায়নিক সার বিতরণের কার্যক্রম উদ্বোধন করা হয়েছে।
বুধবার (২৯ অক্টোবর) বিকেলে উপজেলা কৃষি অফিসের সামনে চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের আয়োজনে এ কার্যক্রমের উদ্বোধন করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ভারপ্রাপ্ত) মোঃ একরামুল হক।
প্রণোদনা কর্মসূচীর আওতায় ৬১০০ জন কৃষককে সরিষা বীজ, ১৯০০ জনকে গম, ২৫০ জনকে মসুর, ৯০ জনকে চিনাবাদাম, ৯০ জনকে শীতকালীন পেঁয়াজ, ৯০ জনকে খেসারী এবং ২০ জনকে অড়হড় বীজ ও যথাক্রমে ১০/৫ কেজি ডিএপি ও ১০/৫ কেজি এমওপি সার দেওয়া হবে।
উপজেলা কৃষি কর্মকর্তারা জানান, এই উদ্যোগের মাধ্যমে কৃষকদের উৎপাদন খরচ কমানো এবং ফসলের উৎপাদন বৃদ্ধি করা সম্ভব হবে।
একুশে সংবাদ/এ.জে



একুশে সংবাদের সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

