নারায়ণগঞ্জের সোনারগাঁ উপজেলার জামপুর ইউনিয়নের কলাপাড়া এলাকায় গোলজার হোসেনের ওপর সন্ত্রাসী হামলার প্রতিবাদে মানববন্ধন ও বিক্ষোভ মিছিল করেছে এলাকাবাসী।
শনিবার (২৫ অক্টোবর) বিকেলে এশিয়ান হাইওয়ে (গাজীপুর–চট্টগ্রাম) মহাসড়কের মিরেরবাগ বাসস্ট্যান্ড এলাকায় কলাপাড়ার সর্বস্তরের জনগণের উপস্থিতিতে এই মানববন্ধন অনুষ্ঠিত হয়।
স্থানীয় সূত্রে জানা যায়, গত বৃহস্পতিবার সকালে গোলজার হোসেনের চাচা মো. হানিফের পৈতৃক সম্পত্তি দখলের চেষ্টা করে একই এলাকার মো. কামরুল ইসলাম (কামু), মো. মিন্টু মিয়া, সোহেল মিয়া ও ইকবাল। এ সময় গোলজার হোসেন বাধা দিলে সন্ত্রাসীরা দেশীয় অস্ত্র নিয়ে তার ওপর হামলা চালায় এবং কুপিয়ে রক্তাক্ত জখম করে।
ঘটনার পর গোলজার হোসেন বাদী হয়ে সোনারগাঁ থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেন।
মানববন্ধনে বক্তারা বলেন, অতি দ্রুত হামলাকারী সন্ত্রাসীদের গ্রেফতার করে দৃষ্টান্তমূলক শাস্তির ব্যবস্থা করতে হবে। অন্যথায় এলাকাবাসী কঠোর আন্দোলনের হুঁশিয়ারি দেন।
একুশে সংবাদ/এ.জে



একুশে সংবাদের সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

