কক্সবাজারের টেকনাফে মিয়ানমার সীমান্ত থেকে ছোড়া গুলিতে ছেনুয়ারা বেগম (৩৫) নামে এক নারী আহত হয়েছেন। শনিবার সন্ধ্যা ৬টার দিকে উপজেলার হোয়াইক্যং ইউনিয়নের লম্বাবিল গ্রামের বাঘঘোনা এলাকায় এ ঘটনা ঘটে।
আহত ছেনুয়ারা স্থানীয় বাসিন্দা আক্তার হোসেনের স্ত্রী। পরিবারের সদস্যরা জানান, সন্ধ্যায় বাড়ি ফেরার পথে হঠাৎ তার পায়ে গুলি লাগে। পরে স্থানীয়ভাবে প্রাথমিক চিকিৎসা শেষে তাকে কক্সবাজার সদর হাসপাতালে পাঠানো হয়।
এ ঘটনার সত্যতা নিশ্চিত করে টেকনাফ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) শেখ এহেসান উদ্দিন বলেন, “গুলিবিদ্ধ হওয়ার বিষয়টি জানা গেছে। বিজিবির সঙ্গে সার্বক্ষণিক যোগাযোগ রাখা হচ্ছে, যাতে সীমান্ত এলাকার নিরাপত্তা নিশ্চিত করা যায়।”
এদিকে স্থানীয়রা জানিয়েছেন, গত কয়েক দিন ধরে মিয়ানমারের মংডু জেলার ঢেকুবনিয়া সীমান্তের ওপারে গোলাগুলির শব্দ শোনা যাচ্ছে। ধারণা করা হচ্ছে, সেখানে আরাকান আর্মি ও রোহিঙ্গা সশস্ত্র গোষ্ঠীগুলোর মধ্যে সংঘর্ষ চলছে।
স্থানীয় শিক্ষক রুহুল আমিন বলেন, “ওপারে গুলির শব্দে সীমান্তের বাসিন্দারা আতঙ্কে দিন কাটাচ্ছেন। প্রশাসনের পক্ষ থেকে টহল ও নজরদারি আরও বাড়ানোর দাবি করছি।”
বিজিবির একটি দায়িত্বশীল সূত্র জানিয়েছে, সীমান্তের ওপারে সংঘর্ষের খবর পাওয়া গেছে এবং বাংলাদেশ অংশে গুলিবিদ্ধ হওয়ার ঘটনাটি নজরে এসেছে। সীমান্তে অতিরিক্ত টহল ও সতর্কতা জোরদার করা হয়েছে।
একুশে সংবাদ/এ.জে



একুশে সংবাদের সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

