কুড়িগ্রামের ভূরুঙ্গামারীতে সোনাহাটগামী একটি ড্রাম ট্রাকের চাপায় এক যুবক নিহত হয়েছেন।বৃহস্পতিবার (২৩ অক্টোবর) বিকেলে উপজেলার ফুটানি বাজারের পশ্চিম পাশে ফেডারেশন পাড়া এলাকায় এই দুর্ঘটনা ঘটে।
নিহত যুবকের নাম আশিফ (১৬), পিতা শহিদুল ইসলাম ও মাতা আয়শা বেগম। তিনি ভূরুঙ্গামারী উপজেলার গছিডাঙ্গা গ্রামের পাইকের ছড়া এলাকার ৭নং ওয়ার্ডের বাসিন্দা।
স্থানীয় সূত্রে জানা যায়, আশিফ সাইকেল চালিয়ে যাচ্ছিলেন। পথে দ্রুতগতির সোনাহাটগামী একটি ড্রাম ট্রাক তাকে চাপা দিলে ঘটনাস্থলেই তিনি মারা যান। দুর্ঘটনার পর ট্রাকটি দ্রুত স্থান ত্যাগ করে পালিয়ে যায়।
পাইকের ছড়া ইউপি চেয়ারম্যান আব্দুর রাজ্জাক সরকার ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।
ভুরুঙ্গামারী থানার অফিসার ইনচার্জ (ওসি) আল হেলাল মাহমুদ জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল থেকে মরদেহ উদ্ধার করে পরিবারের নিকট হস্তান্তর করেছে। ঘাতক ট্রাকটি শনাক্তের চেষ্টা চলছে এবং প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
একুশে সংবাদ/এ.জে