মা ইলিশ সংরক্ষণ অভিযানের অংশ হিসেবে লক্ষ্মীপুরের রায়পুরে মেঘনা নদীতে বিশেষ অভিযান পরিচালনা করেছে মৎস্য অধিদপ্তর। বৃহস্পতিবার (২৩ অক্টোবর) সকাল থেকে বিকেল পর্যন্ত অভিযান চলাকালে প্রায় ৪৫ হাজার মিটার নিষিদ্ধ কারেন্ট জাল এবং ৪৫০ কেজি ইলিশ জব্দ করা হয়। জব্দকৃত জালের বাজার মূল্য প্রায় ৯ লাখ টাকা।
অভিযান পরিচালনা করেন মৎস্য অধিদপ্তর চট্টগ্রাম বিভাগের পরিচালক মো. আনোয়ার হোসেন, জেলা মৎস্য কর্মকর্তা আমিনুল ইসলাম, সিনিয়র সহকারী পরিচালক মো. জসিম উদ্দিন ও রায়পুর উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা রাশেদ হাসান।
জেলা মৎস্য কর্মকর্তা আমিনুল ইসলাম জানান, জব্দকৃত জাল জনসমক্ষে পুড়িয়ে ধ্বংস করা হয়েছে এবং উদ্ধারকৃত ইলিশ মাছ স্থানীয় ১৫টি মাদ্রাসা, এতিমখানা ও দেড় শতাধিক অসহায় মানুষের মধ্যে বিতরণ করা হয়েছে। অভিযানে কোস্ট গার্ডের রায়পুর বিসিজি স্টেশনও সহযোগিতা প্রদান করেছে।
তিনি আরও বলেন, মা ইলিশ সংরক্ষণে এই অভিযান অব্যাহত থাকবে, যাতে প্রজনন মৌসুমে ইলিশ রক্ষা পায় ও দেশের খাদ্য নিরাপত্তা টেকসই হয়। এর আগে, পৃথক অভিযানে বুধবার রাতে ২৪ হাজার মিটার নিষিদ্ধ কারেন্ট জাল (মূল্য ৪ লাখ ৮০ হাজার টাকা) এবং ৩ কেজি ইলিশ জব্দ করা হয়েছিল। জব্দকৃত জাল পুরানবেড়ি ঘাটে পুড়িয়ে ধ্বংস করা হয় এবং উদ্ধারকৃত ইলিশ দুস্থদের মধ্যে বিতরণ করা হয়।
একুশে সংবাদ/এ.জে