মৌলভীবাজারের জুড়ীতে বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের উদ্যোগে নবীনবরণ ও ক্যারিয়ার গাইডলাইন প্রোগ্রাম অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (২৩ অক্টোবর) সকালে তৈয়বুন্নেছা খানম সরকারি কলেজের হলরুমে একাদশ শ্রেণির শিক্ষার্থীদের জন্য এই আয়োজন করে কলেজ শাখা।
কলেজ শাখার সভাপতি রুবেল আহমদের সভাপতিত্বে এবং সাহিত্য সম্পাদক আব্দুর রহমান মাসুমের সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের কেন্দ্রীয় কলেজ কার্যক্রম সম্পাদক মু. ইউসুফ ইসলাহী। প্রধান আলোচক হিসেবে ছিলেন ছাত্রশিবির মৌলভীবাজার জেলা শাখার সভাপতি এম. ফরিদ উদ্দিন।
বিশেষ অতিথি ছিলেন ছাত্রশিবির মৌলভীবাজার জেলা অফিস সম্পাদক তোফাজ্জল হোসাইন, জেলা কলেজ কার্যক্রম সম্পাদক তারেক রহমান, জেলা প্রকাশনা সম্পাদক জুয়েল আহমদ, জুড়ী উপজেলা শাখার সভাপতি এমরান হোসাইন মনিয়ার, সেক্রেটারি এম. আব্দুল্লাহ ও বায়তুলমাল সম্পাদক মারুফ আহমদ।
অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন তৈয়বুন্নেছা খানম সরকারি কলেজের সেক্রেটারি সাকিফ আব্দুল্লাহ, অফিস সম্পাদক সাব্বির আহমদ, সাংগঠনিক সম্পাদক তাসনিম আব্দুল্লাহ, সারুফ আহমদ, আব্দুল আজিজ, মেহেদী হাসান ইমন সহ স্থানীয় অন্যান্য দায়িত্বশীল ব্যক্তিবৃন্দ।
একুশে সংবাদ/এ.জে