পাবনার ভাঙ্গুড়া উপজেলার মমতাজ মোস্তফা আইডিয়াল স্কুল ও অষ্টমনিষা হাসিনা-মোমিন বালিকা উচ্চ বিদ্যালয়ে দুর্নীতি দমন কমিশনের (দুদক) অর্থায়নে ‘সততা স্টোর’ উদ্বোধন করা হয়েছে।
বৃহস্পতিবার (২৩ অক্টোবর) পৃথক আয়োজনে সততা স্টোর দু’টির উদ্বোধন করেন উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার আতিকুজ্জামান ও উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সাধারণ সম্পাদক অধ্যাপক মাহবুব উল আলম বাবলু।
সকাল সাড়ে ১০টায় অষ্টমনিষা হাসিনা-মোমিন বালিকা উচ্চ বিদ্যালয়ে এবং দুপুর ১টায় মমতাজ মোস্তফা আইডিয়াল স্কুলে স্টোর উদ্বোধন করা হয়।
এ সময় উপস্থিত ছিলেন— হাসিনা-মোমিন বিদ্যালয়ের প্রধান শিক্ষক নাজমুল ইসলাম, মমতাজ মোস্তফা আইডিয়াল স্কুলের প্রধান শিক্ষক আব্দুল হাকিম, উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সদস্য মলয় কুমার দেবসহ শিক্ষার্থীরা।
দুদকের উপ-পরিচালক মো. শহীদুল আলম সরকার বলেন, “সততা স্টোরের মাধ্যমে তরুণ প্রজন্মের মধ্যে সততা, আত্মনিয়ন্ত্রণ ও নৈতিকতার চর্চা বৃদ্ধি পাবে। এখানে কোনো বিক্রেতা থাকবে না; শিক্ষার্থীরা পণ্য বাছাই করে নির্ধারিত দাম দেখে বাক্সে টাকা রেখে প্রয়োজনীয় শিক্ষা উপকরণ ক্রয় করবে।”
তিনি আরও বলেন,স“এভাবে শিক্ষার্থীদের মধ্যে দায়িত্ববোধ, সততা ও আত্মনিয়ন্ত্রণের চর্চা গড়ে উঠবে, যা ভবিষ্যতে দুর্নীতিমুক্ত সমাজ গঠনে ভূমিকা রাখবে।”
একুশে সংবাদ/এ.জে