AB Bank
  • ঢাকা
  • বৃহস্পতিবার, ২৩ অক্টোবর, ২০২৫, ৭ কার্তিক ১৪৩২

সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল

Ekushey Sangbad QR Code
BBS Cables
Janata Bank
  1. জাতীয়
  2. রাজনীতি
  3. সারাবাংলা
  4. আন্তর্জাতিক
  5. অর্থ-বাণিজ্য
  6. খেলাধুলা
  7. বিনোদন
  8. শিক্ষা
  9. তথ্য-প্রযুক্তি
  10. অপরাধ
  11. প্রবাস
  12. রাজধানী

হাটহাজারীতে ঐতিহাসিক তাফসীরুল কুরআন মাহফিল উপলক্ষে মতবিনিময় সভা অনুষ্ঠিত


Ekushey Sangbad
আসগর সালেহী, চট্টগ্রাম
০৬:৪০ পিএম, ২৩ অক্টোবর, ২০২৫

হাটহাজারীতে ঐতিহাসিক তাফসীরুল কুরআন মাহফিল উপলক্ষে মতবিনিময় সভা অনুষ্ঠিত

চট্টগ্রামের হাটহাজারীতে আগামী ২৯, ৩০ ও ৩১ অক্টোবর অনুষ্ঠিতব্য তিন দিনব্যাপী ঐতিহাসিক “তাফসীরুল কুরআন মাহফিল” উপলক্ষে সাংবাদিকদের সাথে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। 

বৃহস্পতিবার (২৩ অক্টোবর) বিকেলে আল-আমিন সংস্থার উদ্যোগে আয়োজিত এ সভায় সভাপতিত্ব করেন সংগঠনের সভাপতি আল্লামা মাহমুদুল হাসান ফতেপুরী। সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন সংস্থার সেক্রেটারি জেনারেল জনাব মুহাম্মদ আহসান উল্লাহ।

মুহাম্মদ আহসান উল্লাহ তাঁর বক্তব্যে বলেন, “আল-আমিন সংস্থা’র পক্ষ থেকে আপনাদের সবাইকে আন্তরিক শুভেচ্ছা ও ধন্যবাদ জানাই। আপনারা জাতির বিবেক, সমাজের পথপ্রদর্শক। আপনারা কলম ও সংবাদ দিয়ে সত্য, ন্যায় ও মানবতার পক্ষে নিরলসভাবে কাজ করে যাচ্ছেন।” তিনি আরও বলেন, “আমাদের সমাজ আজ নানা বিভ্রান্তি, মূল্যবোধের অবক্ষয় ও আত্মিক শূন্যতায় ভুগছে। এই অন্ধকার দূর করার একমাত্র পথ আল্লাহর কালামকে হৃদয়ে স্থান দেওয়া ও জীবনে তা প্রয়োগ করা। আমাদের এই মাহফিলের উদ্দেশ্যই হলো, কুরআনের বাণীকে মানুষের জীবনের অংশ করে তোলা— যাতে ঘরে ঘরে শান্তি, ভালোবাসা ও নৈতিকতার সুবাতাস বইতে শুরু করে।”

তিনি জানান, হাটহাজারী পার্বতী মডেল সরকারি উচ্চ বিদ্যালয় মাঠে আয়োজিত তিন দিনব্যাপী ঐতিহাসিক তাফসীরুল কুরআন মাহফিলে দেশের প্রখ্যাত আলেমে-উলামা, ইসলামিক চিন্তাবিদ ও কারীগণ অংশগ্রহণ করবেন। তাঁদের হৃদয়স্পর্শী বয়ান ও প্রজ্ঞাময় আলোচনা কুরআনের মর্মবাণী সমাজে ছড়িয়ে দিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন।

তিনি আরও বলেন, “আল-আমিন সংস্থা সর্বদা সমাজকল্যাণ, মানবসেবা ও ইসলামি চেতনা বিকাশে নিবেদিত একটি প্রতিষ্ঠান। আমাদের লক্ষ্য কাউকে বিভক্ত করা নয়, বরং সবাইকে ঐক্যের বন্ধনে আবদ্ধ করা— কুরআনের ছায়াতলে একটি নৈতিক ও শান্তিপূর্ণ সমাজ গড়ে তোলা। গণমাধ্যম সমাজের দর্পণ, আপনাদের সংবাদ, কলাম ও প্রতিবেদন এই মাহফিলের বার্তা হাজারো মানুষের হৃদয়ে পৌঁছে দিতে পারে। আমরা আপনাদের সহযোগিতা ও ইতিবাচক প্রচারের আহ্বান জানাচ্ছি।”

সভা শেষে তিনি আল্লাহ তাআলার নিকট দোয়া করেন— মহান আল্লাহ যেন এই মাহফিলকে কবুল করেন, সার্বিক সফলতা দান করেন এবং কুরআনের আলো যেন সমাজে ন্যায়, শান্তি ও ঐক্যের বন্ধন সৃষ্টি করে।

মতবিনিময় সভায় আরও উপস্থিত ছিলেন মাওলানা সিরাজ উল্লাহ মাদানী, মাওলানা শোয়াইব বিন ইয়াহইয়া, মুফতি মুহাম্মদ, মাওলানা মাহমুদুল হোসাইন, মুফতি নাছির উদ্দিন, মাওলানা হাফেজ উসমান, মাওলানা শফিউল, মাওলানা নিজাম সাইয়্যিদ, মাওলানা ওজাইর হামিদী, মাওলানা আবুল হাশেম, মাওলানা ইশতিয়াক সিদ্দিকী, মুফতি রাশেদুল্লাহ প্রমুখ।


একুশে সংবাদ/এ.জে

সর্বোচ্চ পঠিত - সারাবাংলা

Link copied!