AB Bank
  • ঢাকা
  • বৃহস্পতিবার, ২৩ অক্টোবর, ২০২৫, ৭ কার্তিক ১৪৩২

সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল

Ekushey Sangbad QR Code
BBS Cables
Janata Bank
  1. জাতীয়
  2. রাজনীতি
  3. সারাবাংলা
  4. আন্তর্জাতিক
  5. অর্থ-বাণিজ্য
  6. খেলাধুলা
  7. বিনোদন
  8. শিক্ষা
  9. তথ্য-প্রযুক্তি
  10. অপরাধ
  11. প্রবাস
  12. রাজধানী

উজিরপুরে ঐতিহ্যবাহী নৌকা বাইচ উপলক্ষে প্রস্তুতি সভা অনুষ্ঠিত



উজিরপুরে ঐতিহ্যবাহী নৌকা বাইচ উপলক্ষে প্রস্তুতি সভা অনুষ্ঠিত

দেশের বিলুপ্তপ্রায় ঐতিহ্যবাহী খেলাধুলার অন্যতম নৌকা বাইচ প্রতিযোগিতা সফলভাবে আয়োজনের লক্ষ্যে উজিরপুরে প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (২৩ অক্টোবর) সকাল ১১টা ৩০ মিনিটে উপজেলা পরিষদ সভাকক্ষে এই সভা অনুষ্ঠিত হয়।

উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. আলী সুজার সভাপতিত্বে এবং সমাজসেবা কর্মকর্তা আবুল কালাম আজাদের সঞ্চালনায় সভায় বক্তব্য রাখেন সহকারী কমিশনার (ভূমি) মহেশ্বর মণ্ডল, উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা আসমা বেগম, উজিরপুর মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. আব্দুস সালাম, গৌরনদী হাইওয়ে থানার ওসি মো. আমিনুর রহমান, বিএনপির সিনিয়র সহ-সভাপতি এস. এম. আলাউদ্দিন, ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স ইনচার্জ আব্দুর রশিদ, উপজেলা যুবদলের সভাপতি আ. ফ. ম. শামসুদ্দোহা আজাদ, সিনিয়র শিক্ষক মনিরুজ্জামান লিখন, পৌর যুবদলের আহ্বায়ক শাহাবুদ্দিন আকন সাবু, সাংবাদিক মাহফুজুর রহমান মাসুম, গোলাম মোস্তফা আকাশ, নাজমুল হক মুন্না, কাওছার হোসেনসহ অন্যান্য অতিথিবৃন্দ।

সভায় জানানো হয়, আগামী ৩০ অক্টোবর দিনব্যাপী ঐতিহ্যবাহী নৌকা বাইচ প্রতিযোগিতা অনুষ্ঠিত হবে। প্রতিযোগিতাটি শিকারপুর শেরে বাংলা ডিগ্রি কলেজের পাশের সন্ধ্যা নদী থেকে শুরু হয়ে পৌরসভার ঢাকা-বরিশাল মহাসড়কের উপর নির্মিত ৯ নম্বর সেক্টর কমান্ডার বীর মুক্তিযোদ্ধা মেজর এম. এ. জলিল সেতু সংলগ্ন স্থানে সমাপ্ত হবে।

নৌকা বাইচ প্রতিযোগিতা নির্বিঘ্ন ও দুর্ঘটনামুক্ত রাখতে আইনশৃঙ্খলা বাহিনীসহ সংশ্লিষ্ট সব প্রতিষ্ঠানের সহযোগিতা কামনা করেন ইউএনও মো. আলী সুজা। তিনি বলেন, “এই ঐতিহ্যবাহী আয়োজন তরুণদের মাদক থেকে দূরে রাখবে এবং স্থানীয় মানুষের চিত্তবিনোদনের একটি ধারাবাহিক সংস্কৃতি হিসেবে টিকে থাকবে।”

অনুষ্ঠানে সার্বিক সহযোগিতা করছে বেসরকারি প্রতিষ্ঠান আভাস, যার পক্ষ থেকে উপস্থিত ছিলেন ফোকাল পারসন মো. শহিদুল ইসলাম শিশির ও প্রজেক্ট অফিসার প্রদীপ দাস। এছাড়া শিল্প প্রতিষ্ঠান জেবিন ফ্যান লিমিটেডও বিশেষ সহযোগিতা করবে। প্রতিষ্ঠানটির পক্ষে উপস্থিত ছিলেন ক্রীড়াবিদ ও রূপায়ন সাংস্কৃতিক সংঘের ক্রীড়া সম্পাদক মোহাম্মদ আব্বাস তালুকদার এবং ক্রীড়া সংগঠক মো. মাসুম বিল্লাহ রিপন।

এছাড়া, ঐতিহ্যবাহী এই নৌকা বাইচ প্রতিযোগিতায় বাংলাদেশ জাতীয় জাদুঘর আর্থিক সহযোগিতা প্রদান করবে। পুরো আয়োজনটি সরাসরি তত্ত্বাবধান করবে উজিরপুর উপজেলা প্রশাসন।

 

একুশে সংবাদ/এ.জে

সর্বোচ্চ পঠিত - সারাবাংলা

Link copied!