নওগাঁয় অ্যানথ্রাক্স (তড়কা) রোগ প্রতিরোধে এক জনসচেতনতামূলক সভা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার সদর উপজেলা পরিষদ সভাকক্ষে সদর উপজেলা প্রশাসন ও উপজেলা প্রাণিসম্পদ দপ্তরের আয়োজনে এই সভা অনুষ্ঠিত হয়।
সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে দিকনির্দেশনামূলক বক্তব্য রাখেন সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. ইবনুল আবেদীন। সভায় আরও উপস্থিত ছিলেন সদর উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. মো. আমিনুল ইসলাম, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা প্রকৌশলী মো. মাহবুবুর রহমান, উপজেলা প্রশাসনের বিভিন্ন দপ্তরের প্রধান কর্মকর্তা, সদর থানার কর্মকর্তা, সদর উপজেলা বিএনপির সভাপতি দেওয়ান মোস্তাক আহমেদ রাজা, স্থানীয় জনপ্রতিনিধি, মাংস ব্যবসায়ী ও ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানবৃন্দ।
সভায় উপজেলা প্রাণিসম্পদ দপ্তরের পক্ষ থেকে তড়কা রোগ প্রতিরোধ বিষয়ে একটি সচেতনতামূলক প্রামাণ্যচিত্র প্রদর্শন করা হয়। এছাড়া উপস্থিতদের মাঝে তড়কা রোগ প্রতিরোধে করণীয় বিষয়ে লিফলেট বিতরণ করা হয়।
এ সময় উপজেলা নির্বাহী কর্মকর্তা বলেন, “তড়কা একটি মারাত্মক পশুবাহিত রোগ। তাই অসুস্থ গরু জবাই থেকে সবাইকে বিরত থাকতে হবে। জবাইকৃত পশু রোগমুক্ত—এমন প্রত্যয়নপত্র অবশ্যই সঙ্গে রাখতে হবে।” তিনি আরও বলেন, “এই নির্দেশনা অমান্য করলে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।”
একুশে সংবাদ/এ.জে