রাজশাহীর তানোর উপজেলায় মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষকদের সঙ্গে মতবিনিময় সভা করেছেন শিক্ষা মন্ত্রণালয়ের কারিগরি ও মাদ্রাসা শিক্ষা বিভাগের যুগ্ম সচিব মনিরুজ্জামান ভূঁইয়া। বৃহস্পতিবার দুপুরে উপজেলা প্রশাসনের হলরুমে এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।
উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) নাঈমা খানের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন সাবেক তানোর উপজেলা নির্বাহী কর্মকর্তা ও বর্তমান যুগ্ম সচিব মনিরুজ্জামান ভূঁইয়া।
সভায় আরও উপস্থিত ছিলেন উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা সিদ্দিকুর রহমান, উপজেলা কৃষি কর্মকর্তা সাইফুল্লাহ আহমেদ, প্রাণিসম্পদ কর্মকর্তা ড. ওয়াজেদ আলী, মহিলা বিষয়ক কর্মকর্তা হাবিবা খাতুন, পরিসংখ্যান কর্মকর্তা শরিফুল ইসলাম, প্রাথমিক শিক্ষা কর্মকর্তা আলেয়া ফেরদৌসী, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা (টিএইচও) বার্নাবাস হাসদাক এবং জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরের সহকারী প্রকৌশলী জাকির হোসেন। এছাড়া উপজেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের প্রধান শিক্ষকগণ সভায় অংশ নেন।
একুশে সংবাদ/এ.জে