ময়মনসিংহে এক অটোরিকশা চালককে হত্যা করে তার অটোরিকশা ছিনতাই করেছে দুর্বৃত্তরা। বুধবার (২২ অক্টোবর) রাত সাড়ে ১০টার দিকে নগরীর ভাটি বাড়েরা এলাকার বাইপাস সড়ক থেকে চালকের রক্তাক্ত মরদেহ উদ্ধার করে পুলিশ।
নিহত চালকের নাম মাসুদ মিয়া (৩৮)। তিনি ফুলবাড়িয়া পৌরসভার ভালুকজান গ্রামের খোরশেদ আলীর ছেলে। স্থানীয় ও পুলিশ সূত্রে জানা যায়, বিকেল চারটার দিকে তিনি ময়মনসিংহ শহরের আকুয়া এলাকার একটি গ্যারেজ থেকে অটোরিকশা নিয়ে বের হন। পরবর্তীতে রাত সাড়ে ৯টার দিকে স্থানীয়রা ভাটি বাড়েরা বাইপাস রোডে তার মরদেহ পড়ে থাকতে দেখে পুলিশে খবর দেন। রাত সাড়ে ১০টার দিকে পুলিশ ঘটনাস্থল থেকে মরদেহ উদ্ধার করে।
ময়মনসিংহ কোতোয়ালি মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ শিবিরুল ইসলাম জানান, হত্যাকাণ্ডের উদ্দেশ্য উদঘাটন এবং জড়িতদের শনাক্ত করে গ্রেফতারের চেষ্টা চলছে। এ বিষয়ে মামলা প্রক্রিয়াধীন। মরদেহ ময়নাতদন্তের জন্য ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।
একুশে সংবাদ/এ.জে