সাভারে পূর্বশত্রুতার জেরে প্রতিপক্ষের হামলায় আবু সাইদ (৫০) নামে এক ব্যক্তি নিহত হয়েছেন। এসময় সন্ত্রাসীদের ধারালো অস্ত্র ও ইট-পাটকেল আঘাতে অন্তত ৭ জন আহত হয়েছেন। আহতদের স্থানীয় এনাম মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। খবর পেয়ে পুলিশ নিহতের মরদেহ উদ্ধার করেছে।
বুধবার (২২ অক্টোবর) রাতে সাভারের বনগাঁ ইউনিয়নের বেড়াইদ গ্রামে এ ঘটনা ঘটে। নিহত আবু সাইদ স্থানীয় মৃত মুনতাজ আলীর ছেলে এবং পেশায় কৃষিকাজ করতেন। আহতরা হলেন জাবেদ, হিরু, সল্লিমুলা, বাবুল, আলিফ, আরাফাত ও নজুমদ্দিন।
ভুক্তভোগীরা জানিয়েছেন, রাত ৮টার দিকে অভিযুক্ত জাকির ও তার বাহিনীর লোকেরা দেশীয় অস্ত্র ও ইট-পাটকেল নিয়ে হামলা চালায়। এসময় ধারালো অস্ত্রের আঘাতে আবু সাইদের মৃত্যু ঘটে এবং আরও অন্তত ৭ জন আহত হন। আহতদের সাভারের এনাম মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়।
আহত জাবেদ জানান, হামলায় সন্ত্রাসীরা লোহার রড়, লাঠিসোটা ও ধারালো অস্ত্র ব্যবহার করে। চিকিৎসক রাকিব আল মাহমুদ শুভ জানিয়েছেন, নিহতের মাথায় ধারালো অস্ত্রের আঘাতের চিহ্ন রয়েছে। আহতদের মধ্যে পাঁচজনকে হাসপাতালে ভর্তি করা হয়েছে, যার মধ্যে একজনের অবস্থা গুরুতর।
সাভার মডেল থানার উপ-পরিদর্শক (এসআই) মুস্তাকিম বিল্লাহ ও পরিদর্শক (ওসি অপারেশন) হেলাল উদ্দিন জানিয়েছেন, নিহতের মরদেহ উদ্ধার করা হয়েছে এবং হামলার সঙ্গে জড়িত দোষীদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে।
একুশে সংবাদ/এ.জে