AB Bank
  • ঢাকা
  • বৃহস্পতিবার, ২৩ অক্টোবর, ২০২৫, ৭ কার্তিক ১৪৩২

সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল

Ekushey Sangbad QR Code
BBS Cables
Janata Bank
  1. জাতীয়
  2. রাজনীতি
  3. সারাবাংলা
  4. আন্তর্জাতিক
  5. অর্থ-বাণিজ্য
  6. খেলাধুলা
  7. বিনোদন
  8. শিক্ষা
  9. তথ্য-প্রযুক্তি
  10. অপরাধ
  11. প্রবাস
  12. রাজধানী

রাণীশংকৈলে মাদক প্রতিরোধে গ্রামবাসীর বিক্ষোভ সমাবেশ



রাণীশংকৈলে মাদক প্রতিরোধে গ্রামবাসীর বিক্ষোভ সমাবেশ

ঠাকুরগাঁও জেলার রাণীশংকৈল উপজেলায় তরুণ যুব সমাজকে মাদকের ভয়াল থাবা থেকে রক্ষা করতে এবং মাদক কারবারীদের প্রতিরোধে সম্প্রতি তিনটি ইউনিয়নের বিভিন্ন এলাকায় গ্রামবাসীর উদ্যোগে বিক্ষোভ মিছিল, সমাবেশ ও মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। এই কর্মসূচিতে রাজনৈতিক নেতাসহ বিভিন্ন শ্রেণী-পেশার মানুষ অংশগ্রহণ করেন।

ভুক্তভোগী ও ক্ষতিগ্রস্তরা অভিযোগ করেছেন, দীর্ঘদিন রাণীশংকৈল উপজেলার আইনশৃঙ্খলা বাহিনীর তদারকির অভাবে এলাকায় মাদক বিস্তার লাভ করেছে। ফলে তরুণ প্রজন্ম বিপথগামী হয়ে মাদকাসক্ত হয়ে পড়ছে এবং বিভিন্ন পরিবারে অর্থনৈতিক ও সামাজিক ক্ষতি দেখা দিয়েছে। বিক্ষোভ সমাবেশে বক্তারা প্রশাসনকে সতর্ক করে বলেছেন, শিগগিরই মাদক বিক্রির সঙ্গে জড়িতদের আইনের আওতায় আনা না হলে বৃহত্তর আন্দোলন গড়ে তোলা হবে।

প্রতিবেদকের সাথে কথা বলা হোসেনগাঁও ইউনিয়নের কলিগাঁও গ্রামের ছাত্রনেতা জাহাঙ্গীর আলম বলেন, প্রশাসনের দূর্বল ব্যবস্থার কারণে এলাকায় মাদক বিস্তার লাভ করেছে। তাই তরুণ সমাজকে রক্ষা করতে এবং প্রশাসনকে সচেতন করতে বিক্ষোভ মিছিলের আয়োজন করা হয়েছে। একইভাবে বাচোঁর ইউনিয়নের কাতিহার হাটে অনুষ্ঠিত মিছিলের নেতৃত্বদানকারী যুবনেতা হরুন অর রশিদও বলেন, মাদককারবারী ও অভিভাবকদের মধ্যে সচেতনতা বৃদ্ধির জন্যই এই কর্মসূচি নেওয়া হয়েছে।

বিক্ষোভ সমাবেশগুলোতে ১১ ও ১৯ অক্টোবর হোসেনগাঁও, লেহেম্বা ও বাচোঁর ইউনিয়নে মাদক ব্যবসায়ীদের আটক করার ঘটনা উল্লেখ করা হয়। সমাবেশে উপস্থিত ছিলেন জাতীয় নাগরিক পার্টির যুগ্ম মুখ্য সমন্বয়ক গোলাম মর্তুজা সেলিম, উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক আল্লামা আল ওয়াদুদ বিন নুর আলিফ, উপজেলা জামায়াতে ইসলামের সেক্রেটারি রজব আলী, ওসি আরশেদুল হকসহ বিভিন্ন শ্রেণী-পেশার মানুষ।

রাণীশংকৈল সার্কেলের সহকারী পুলিশ সুপার (এসএসপি) স্নেহাশীষ কুমার দাস বলেন, সচেতন নাগরিকদের ধন্যবাদ জানাই। আমরা তাদের সহযোগিতা ও তথ্যের ভিত্তিতে মাদক বিরোধী অভিযান অব্যাহত রাখব। যে কোনো মুহূর্তে খবর পেলে সাথে সাথেই অভিযান পরিচালনা করা হবে। তিনি আরও বলেন, মাসিক ভিত্তিতে গোপন সংবাদের ওপর মাদক বিরোধী অভিযান চালানো হচ্ছে এবং সকলকে একত্রিত হয়ে মাদকসেবীদের আইনের আওতায় আনার আহ্বান জানিয়েছেন।

 

একুশে সংবাদ/এ.জে

সর্বোচ্চ পঠিত - সারাবাংলা

Link copied!