AB Bank
  • ঢাকা
  • বুধবার, ২২ অক্টোবর, ২০২৫, ৬ কার্তিক ১৪৩২

সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল

Ekushey Sangbad QR Code
BBS Cables
Janata Bank
  1. জাতীয়
  2. রাজনীতি
  3. সারাবাংলা
  4. আন্তর্জাতিক
  5. অর্থ-বাণিজ্য
  6. খেলাধুলা
  7. বিনোদন
  8. শিক্ষা
  9. তথ্য-প্রযুক্তি
  10. অপরাধ
  11. প্রবাস
  12. রাজধানী

পঞ্চগড়ে দোকান দখল ও তালাবদ্ধ রাখার অভিযোগ, ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীদের সংবাদ সম্মেলন


Ekushey Sangbad
ডিজার হোসেন বাদশা, পঞ্চগড়
০৫:৩৯ পিএম, ২২ অক্টোবর, ২০২৫

পঞ্চগড়ে দোকান দখল ও তালাবদ্ধ রাখার অভিযোগ, ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীদের সংবাদ সম্মেলন

পঞ্চগড় শহরের মেডিসিন রোডে সরকারের খাস জমিতে বাৎসরিক অনুমোদন নিয়ে দীর্ঘ ৩৫ বছরের বেশি সময় ধরে ব্যবসা করে আসা পাঁচজন ক্ষুদ্র ব্যবসায়ী প্রভাবশালী একটি মহলের বিরুদ্ধে দোকান দখল ও লুটপাটের অভিযোগ করেছেন। ভুক্তভোগীরা বুধবার (২২ অক্টোবর) দুপুরে পঞ্চগড় পৌর এলাকার পাটোয়ারী পাড়ায় নিজ বাড়িতে সংবাদ সম্মেলন করে এই অভিযোগ জানান। এ সময় তারা নিরাপত্তাহীনতা ও চরম আর্থিক ক্ষতির আশঙ্কাও প্রকাশ করেন।

সংবাদ সম্মেলনে ভুক্তভোগী ৫ পরিবারের পক্ষে লিখিত বক্তব্য পাঠ করেন আশরাফুল আলম।

ক্ষতিগ্রস্থরা জানান, আলী, মফিজুল ইসলাম, মোজাম্মেল হক, তবিবর রহমান ও আরিফ হোসেন ১৯৯০ সাল থেকে মেডিসিন রোডে সরকারের খাস জমিতে বাৎসরিক অনুমোদন নিয়ে দোকানঘর নির্মাণ করে ব্যবসা পরিচালনা করে আসছিলেন। সম্প্রতি তাদের প্রতিদ্বন্দ্বী একদল প্রভাবশালী ব্যক্তি বণিক সমিতির সহায়তা নিয়ে তাদের উচ্ছেদের ষড়যন্ত্রে লিপ্ত হন।

তাদের অভিযোগ, গত ১৬ সেপ্টেম্বর দুপুরে স্থানীয় প্রভাবশালী ওবায়দুল হক জারিনের নেতৃত্বে ৫০ জনেরও বেশি ভাড়াটে সন্ত্রাসী তাদের দোকানে হামলা চালিয়ে মালামাল লুটপাট করে এবং জোরপূর্বক দোকান থেকে বের করে তালা লাগিয়ে দেন। আইনগতভাবে সমাধানের চেষ্টা করলে প্রতিপক্ষ হুমকি ও ভয়ভীতি দেখায়। বর্তমানে দোকানগুলো বন্ধ থাকায় তারা প্রায় দেড় কোটি টাকার মালামাল নষ্ট হওয়ার আশঙ্কায় আছেন এবং দুই কোটি টাকারও বেশি ক্ষতির সম্মুখীন হয়েছেন। এতে ব্যাংক ঋণের কিস্তি পরিশোধ সম্ভব না হওয়া, পরিবার নিয়ে মানবেতর জীবনযাপন এবং সন্তানদের পড়াশোনা বন্ধ হয়ে যাওয়ার মতো পরিস্থিতি তৈরি হয়েছে।

ঘটনার প্রায় তিন সপ্তাহ পর, ৮ অক্টোবর ক্ষতিগ্রস্ত পাঁচ ব্যবসায়ী জেলা প্রশাসকের কাছে দোকান খোলা ও লাইসেন্স প্রদানের আবেদন করেন। আবেদনে উল্লেখ করা হয়, ২৩ সেপ্টেম্বর ভূমি অফিসে শুনানির সময় প্রতিপক্ষ কোনো বৈধ কাগজপত্র দেখাতে পারেনি। তারপরও প্রভাবশালী পক্ষ অবৈধভাবে দোকান দখল করে রেখেছে।

ব্যবসায়ীরা জেলা প্রশাসকের কাছে দ্রুত দোকানের তালা খুলে দেওয়া, ব্যবসা পুনরায় চালুর সুযোগ এবং জড়িতদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছেন।

 

একুশে সংবাদ/এ.জে

সর্বোচ্চ পঠিত - সারাবাংলা

Link copied!