কিশোরগঞ্জের ভৈরবে ট্রাকের চাপায় জিসান মিয়া (১৮) নামের এক মোটরসাইকেল আরোহীর মৃত্যু হয়েছে। বুধবার (২২ অক্টোবর) বিকাল ৩ টায় ঢাকা-সিলেট মহাসড়কের নিউটাউন এলাকায় এই দুর্ঘটনা ঘটে। এ তথ্য নিশ্চিত করেছেন ভৈরব হাইওয়ে থানার এসআই শামিম আল মামুন।
নিহত জিসান মিয়া পৌর শহরের লক্ষ্মীপুর তাতারকান্দি এলাকার রুকুন মিয়ার ছেলে।
পুলিশ সূত্রে জানা যায়, দুপুর ৩টায় জিসান মিয়া মোটরসাইকেলে বাড়ি ফেরার পথে নিউটাউন মোড়, ওয়ালটন শো রুমের সামনে ঢাকার একটি ট্রাক (ঢাকা মেট্রো ট-১৮-১১০৭) তার মোটরসাইকেলকে পিছন থেকে ধাক্কা দেয়। এতে ঘটনাস্থলেই তিনি মৃত্যু বরণ করেন। খবর পেয়ে পুলিশ ট্রাকটি জব্দ করে থানায় নিয়ে আসে, তবে চালক পালিয়ে গেছে।
নিহতের চাচা হেলিম মিয়া জানান, “সংসারের বাজার করতে ভৈরব বাজারে গিয়েছিল আমার বাতিজা জিসান। সে প্রাইভেটকার চালক ছিলেন। চার বছর আগে জিসান তার বাবাকে হারিয়েছে। সংসারের হাল ধরতে ৬ মাস ধরে ভাড়া প্রাইভেটকার চালাচ্ছিল। প্রাইভেটকার মালিকের মোটরসাইকেল নিয়ে বাজারে গিয়েছিল। ফেরার পথে নিউটাউন মোড়ে একটি ঘাতক ট্রাক পিছন থেকে ধাক্কা দেয়। স্থানীয়রা উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়ার পথে জিসান মৃত্যু বরণ করে।”
তিনি আরও জানান, জিসানের পরিবারে মা ও একটি সমবয়সি বোন রয়েছে। একমাত্র ছেলে হারিয়ে পুরো পরিবারে শোকের ছায়া নেমে এসেছে।
হাইওয়ে থানার এসআই শামিম আল মামুন বলেন, “খবর পেয়ে ঘটনাস্থল থেকে ট্রাক উদ্ধার করে থানায় আনা হয়েছে। নিহতের মরদেহের প্রাথমিক সুরতহাল রিপোর্ট তৈরি করে পরিবারের আবেদনের ভিত্তিতে দাফনের জন্য দেওয়া হয়েছে। এক্সিডেন্টের পর চালক পালাতক রয়েছে। পরিবারের অভিযোগের ভিত্তিতে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।”
একুশে সংবাদ/এ.জে