ফরিদপুর-৪ (ভাঙ্গা, সদরপুর ও চরভদ্রাসন) আসনের আলোচিত স্বতন্ত্র সংসদ সদস্য প্রার্থী রায়হান জামিল এবার মাত্র ১ টাকায় গরুর মাংস বিক্রির ঘোষণা দিয়েছেন। তার এই ঘোষণার পোস্টার ইতোমধ্যে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে ভাইরাল হয়েছে।
পোস্টারে উল্লেখ করা হয়েছে, আগামী ৩০ অক্টোবর (বৃহস্পতিবার) ভাঙ্গা উপজেলায় গরিব ও অসহায় মানুষের জন্য ১ কেজি গরুর মাংস ১ টাকায় বিক্রি করা হবে রায়হান জামিলের পক্ষ থেকে।
এর আগে গত ১৭ সেপ্টেম্বর তিনি ফরিদপুরের সদরপুর উপজেলায় ১০ টাকায় ইলিশ মাছ বিক্রির ঘোষণা দিয়ে ব্যাপক আলোচনায় এসেছিলেন। তখন হাজারো মানুষ মাছ কিনতে ভিড় জমিয়েছিলেন, কিন্তু পর্যাপ্ত মাছ না থাকায় উত্তেজনা সৃষ্টি হয়েছিল। শেষ পর্যন্ত তিনি স্বেচ্ছাসেবকদের দায়িত্ব দিয়ে স্থান ত্যাগ করেন।
“বিশৃঙ্খলা এড়াতে টোকেন ব্যবস্থা”
১ টাকায় মাংস বিক্রির বিষয়ে জানতে চাইলে রায়হান জামিল বলেন, “আগামী বৃহস্পতিবার (৩০ অক্টোবর) ভাঙ্গায় ১ টাকায় গরুর মাংস বিতরণ করবো। যাদের দেওয়া হবে তাদের তালিকা তৈরি করে টোকেন প্রদান করা হয়েছে। বিশৃঙ্খলা এড়াতে বিতরণের স্থান গোপন রাখা হবে। আপাতত ১০০ জন অসহায় ও দরিদ্র পরিবারকে ১০০ কেজি মাংস দেওয়া হবে।”
তিনি আরও বলেন, “আগের মতো বিশৃঙ্খলা এবার হতে দেব না। প্রশাসনের সঙ্গে যোগাযোগ করে তাদের সহযোগিতায় কাজ করবো। ভালো কাজের পথে বাধা আসতে পারে, তবে তা থামানো যাবে না। ভবিষ্যতে এ ধরনের কার্যক্রম চলমান থাকবে।”
স্থানীয় ব্যবসায়ী মিজানুর রহমান বলেন, “রায়হান জামিলের উদ্যোগ প্রশংসনীয়। ফরিদপুরের বড় বড় নেতারাও এমন কাজ করেননি। তার এই মানবিক উদ্যোগকে আমি সাধুবাদ জানাই।”
অন্যদিকে মনিরুজ্জামান সেক নামে একজন স্থানীয় বাসিন্দা জানান, “ছেলেটা মানুষের জন্য চেষ্টা করছে। তার চেষ্টায় যদি অসহায় মানুষ উপকার পায়, তাহলে সেটা ভালো কাজই।”
ভাঙ্গা থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ আশরাফ হোসেন (বিপি) জানান, “স্বতন্ত্র প্রার্থী রায়হান জামিলের ১ টাকায় মাংস বিক্রির বিষয়টি শুনেছি। তার সঙ্গে কথা হয়েছে, তবে এখনো অনুমতি দেওয়া হয়নি। তিনি যদি জেলা প্রশাসকের কাছ থেকে অনুমতি নিতে পারেন, তাহলে পুলিশ প্রশাসন তাকে সহযোগিতা করবে।”
রায়হান জামিলের এই ঘোষণা স্থানীয়ভাবে ব্যাপক আলোচনার সৃষ্টি করেছে।
একুশে সংবাদ/এ.জে



একুশে সংবাদের সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

