নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে রাস্তা পারাপার হওয়ার সময় অটোরিকশার ধাক্কায় মো. জাবের (৫) নামে এক শিশু নিহত হয়েছেন।
বুধবার (২২ অক্টোবর) দুপুরে ধনকুণ্ডা চেয়ারম্যান অফিস সংলগ্ন ক্যানেলপাড় এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহত জাবের ধনকুণ্ডা এলাকার বাসিন্দা মো. জাহাঙ্গীর হোসেনের ছেলে।
সিদ্ধিরগঞ্জ থানার ওসি মোহাম্মদ শাহীনুর আলম জানান, “দৌড়ে রাস্তা পার হওয়ার সময় শিশুটিকে অজ্ঞাত একটি অটোরিকশা ধাক্কা দেয়। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে খান হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন। দুর্ঘটনার পরপরই অটোরিকশার চালক পালিয়ে যায়। অটোরিকশাটি সনাক্ত করা যায়নি। এছাড়া ভিকটিমের পরিবার মামলা না করার জন্য অনীহা প্রকাশ করেছে।”
একুশে সংবাদ/এ.জে