AB Bank
  • ঢাকা
  • রবিবার, ১৯ অক্টোবর, ২০২৫, ৩ কার্তিক ১৪৩২

সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল

Ekushey Sangbad QR Code
BBS Cables
Janata Bank
  1. জাতীয়
  2. রাজনীতি
  3. সারাবাংলা
  4. আন্তর্জাতিক
  5. অর্থ-বাণিজ্য
  6. খেলাধুলা
  7. বিনোদন
  8. শিক্ষা
  9. তথ্য-প্রযুক্তি
  10. অপরাধ
  11. প্রবাস
  12. রাজধানী

সুন্দরগঞ্জে বেসরকারি এমপিওভূক্ত শিক্ষক-কর্মচারীদের ভুখা মিছিল



সুন্দরগঞ্জে বেসরকারি এমপিওভূক্ত শিক্ষক-কর্মচারীদের ভুখা মিছিল

শিক্ষা মন্ত্রণালয়ের জারি করা পাঁচ ভাগ বাড়িভাড়ার প্রজ্ঞাপন প্রত্যাখ্যান করে এবং প্রত্যাশিত দাবি আদায়ে গাইবান্ধার সুন্দরগঞ্জে ভুখা মিছিল করেছেন বেসরকারি এমপিওভূক্ত শিক্ষক-কর্মচারীরা।

রোববার দুপুর ১২টার দিকে উপজেলার কেন্দ্রীয় শহীদ মিনার থেকে “এমপিওভূক্ত শিক্ষক-কর্মচারীদের প্রত্যাশিত দাবি আদায় বাস্তবায়ন কমিটি” আয়োজিত এই মিছিল শুরু হয়। মিছিলটি কেন্দ্রীয় শহীদ মিনার থেকে বের হয়ে পুরাতন উপজেলা পরিষদ ঘুরে নতুন উপজেলা পরিষদে এসে শেষ হয়। এর আগে কেন্দ্রীয় শহীদ মিনারে এক আলোচনা সভাও অনুষ্ঠিত হয়।

আলোচনা সভায় বক্তব্য দেন চন্ডিপুর আলহাজ্ব গেন্দা মরিয়ম সিনিয়র মাদ্রাসার সহকারী অধ্যাপক মাওলানা মো. বজলুর রহমান, বেলকা মজিদপাড়া বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. আব্দুল মান্নান আকন্দ, ভাটি কাপাসিয়া সেসিপ উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক এম. মাহফুজার রহমান লেলিন, খানাবাড়ি এম. ইউ. দাখিল মাদ্রাসার সুপার মো. ইয়াকুব আলী, মিজানুর রহমান দাখিল মাদ্রাসার সুপার মো. ইদ্রিস আলী ও জহুরুল হাট হাজী এলাহী উচ্চ বিদ্যালয়ের সহকারী শিক্ষক মো. নজমুল হুদা, শিবরাম আলহাজ্ব মো. হোসেন স্মৃতি স্কুল এন্ড কলেজের প্রদর্শক মো. আবু তাহের আলমসহ অনেকে।

বক্তারা বলেন, “দেশ গড়ার কারিগর আমরা। অথচ আজ ন্যায্য অধিকার আদায়ের জন্য থালা হাতে রাস্তায় নামতে হচ্ছে। এটি আমাদের জন্য লজ্জাজনক হলেও এটি বাস্তবতার নির্মম চিত্র। আমরা সরকারের কাছে দাবি জানাই, অবিলম্বে এমপিওভূক্ত শিক্ষক-কর্মচারীদের তিন দফা দাবি পূরণ করা হোক। শিক্ষা প্রতিষ্ঠানের প্রাণ শিক্ষকরা যদি অবহেলিত থাকেন, তবে জাতি কখনোই এগোতে পারবে না। দাবি পূরণ না হওয়া পর্যন্ত আমরা শান্তিপূর্ণ আন্দোলন চালিয়ে যাব।”

 

একুশে সংবাদ/এ.জে

সর্বোচ্চ পঠিত - সারাবাংলা

Link copied!