AB Bank
  • ঢাকা
  • রবিবার, ১৯ অক্টোবর, ২০২৫, ৩ কার্তিক ১৪৩২

সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল

Ekushey Sangbad QR Code
BBS Cables
Janata Bank
  1. জাতীয়
  2. রাজনীতি
  3. সারাবাংলা
  4. আন্তর্জাতিক
  5. অর্থ-বাণিজ্য
  6. খেলাধুলা
  7. বিনোদন
  8. শিক্ষা
  9. তথ্য-প্রযুক্তি
  10. অপরাধ
  11. প্রবাস
  12. রাজধানী

জামানত ও বকেয়া বেতন ফেরতের দাবিতে কালাইয়ে শিক্ষকদের মানববন্ধন


Ekushey Sangbad
আব্দুল্লাহ সউদ, কালাই, জয়পুরহাট
০৮:৩৫ পিএম, ১৯ অক্টোবর, ২০২৫

জামানত ও বকেয়া বেতন ফেরতের দাবিতে কালাইয়ে শিক্ষকদের মানববন্ধন

জয়পুরহাট জেলার কালাই উপজেলায় জামানত ও বকেয়া বেতন ফেরতের দাবিতে মানববন্ধন করেছেন একটি বেসরকারি সংস্থার অন্তর্ভুক্ত প্রায় ৫০ জন শিক্ষক। রোববার (১৯ অক্টোবর ) বিকেল ৪টায় উপজেলা পরিষদ চত্বরে এই কর্মসূচি পালন করেন শিক্ষক-শিক্ষিকারা।

মানববন্ধনে অংশগ্রহণকারীরা জানান, ‘এসো গড়ি সোনার বাংলা (অএঝই)’ নামের বেসরকারি সংস্থার অধীনে ২০২২ সালে তারা ‘চতুর্থ প্রাথমিক শিক্ষা উন্নয়ন প্রকল্প’-এর আওতাধীন ‘আউট অব স্কুল চিলড্রেন’ কার্যক্রমে শিক্ষক হিসেবে নিয়োগ পান। সেই সময় সংস্থার নির্বাহী পরিচালক গাউসুল আযম ও তার ছেলে মো. মেহেদী হাসান প্রত্যেক শিক্ষকের কাছ থেকে ২০ হাজার টাকা করে জামানত নিয়েছিলেন। তবে প্রকল্পের মেয়াদ ২০২৪ সালের ডিসেম্বর মাসে শেষ হলেও এখন পর্যন্ত সেই জামানতের কোনো টাকা ফেরত পাননি শিক্ষকরা।

শিক্ষকরা আরও অভিযোগ করেন, তাদের চুক্তিভিত্তিক মাসিক বেতন ছিল ৫ হাজার টাকা। কিন্তু নিয়মিত বেতন পরিশোধ করা হয়নি। ছয় মাস অন্তর আগাম স্বাক্ষরিত চেক জমা রেখে কেবল আংশিক অর্থ প্রদান করা হতো। এছাড়া, বাড়িভাড়া এবং উৎসব ভাতার টাকাও পুরোপুরি দেয়া হয়নি।

মানববন্ধনে শিক্ষিকা গোলসানা শিল্পী, তহমিনা বেগম, খাদিজা খাতুন, রিফাত জাহানসহ আরও অনেকে বক্তব্য রাখেন। তারা জানান, প্রতিটি শিক্ষক গড়ে প্রায় ৪৮ হাজার টাকা বকেয়া বেতন এবং ২০ হাজার টাকা জামানত বাবদ পাওনা রয়েছেন। এই অর্থ দ্রুত ফেরত প্রদানের পাশাপাশি অভিযুক্তদের বিরুদ্ধে প্রশাসনিক ব্যবস্থা গ্রহণের দাবি জানান তারা।

সংস্থার নির্বাহী পরিচালক মো. গাউসুল আযমের সঙ্গে যোগাযোগ করা হলে তিনি সব অভিযোগ অস্বীকার করে বলেন, “আমার বিরুদ্ধে আনা অভিযোগগুলো সম্পূর্ণ মিথ্যা।”

কালাই উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) শামিমা আখতার জাহান জানান, শিক্ষকরা লিখিতভাবে তার কাছে অভিযোগ করেছেন। বিষয়টি তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।

শিক্ষকরা মানববন্ধনে জানান, দীর্ঘদিন ধরে তারা অবহেলিত ও প্রতারিত হচ্ছেন। বারবার সংস্থার দপ্তরে যোগাযোগ করেও সমাধান না পেয়ে অবশেষে নিজেদের ন্যায্য পাওনার জন্য এই মানববন্ধনের পথ বেছে নিয়েছেন।

 

একুশে সংবাদ/এ.জে

সর্বোচ্চ পঠিত - সারাবাংলা

Link copied!