ময়মনসিংহের ভালুকায় গণতন্ত্র ও জনগণের অধিকারের নতুন স্বপ্ন নিয়ে জ্বলে উঠল এক নতুন আলো। শনিবার (১৮ অক্টোবর) বিকেলে উপজেলা পাইলট উচ্চ বিদ্যালয় মাঠ থেকে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)-এর রাষ্ট্র কাঠামো মেরামতের ৩১ দফা বাস্তবায়ন প্রচারণার লিফলেট বিতরণ কর্মসূচির উদ্বোধন করেন উপজেলা বিএনপির সাবেক আহ্বায়ক ও জননেতা ফখরউদ্দীন আহমেদ বাচ্চু।
মাঠজুড়ে ছিল নেতাকর্মীদের উচ্ছ্বাস, হাতে লিফলেট ও দলের পতাকা, কণ্ঠে স্লোগান “৩১ দফা জনগণের জন্য।” দৃশ্যটি যেন এক গণচেতনার উৎসব, যেখানে জনগণের আকাঙ্ক্ষা মিশেছে আন্দোলনের আহ্বানে।
উদ্বোধন শেষে একটি বর্ণাঢ্য র্যালি উপজেলা সদরের প্রধান সড়ক প্রদক্ষিণ করে। র্যালিতে অংশগ্রহণকারী নেতাকর্মীরা পথচারী, ব্যবসায়ী, দোকানদার ও বিভিন্ন শ্রেণি-পেশার মানুষের হাতে লিফলেট তুলে দেন যেন সচেতনতার এক আলোকরশ্মি, যা গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠার পথ দেখাচ্ছে।
র্যালি-পরবর্তী সমাবেশে বক্তারা বলেন, "৩১ দফা জনগণের কল্যাণে প্রণীত যা গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠা, ন্যায্য ভোটাধিকার, শিক্ষা-স্বাস্থ্য সংস্কার, দুর্নীতি দমন, বেকারত্ব নিরসন ও নাগরিক নিরাপত্তা জোরদারের মতো জনবান্ধব অঙ্গীকারে ভরা যেন একটি সুন্দর স্বপ্ন, যা বাংলাদেশকে সমৃদ্ধ করবে।"
উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে জননেতা ফখরউদ্দীন আহমেদ বাচ্চু বলেন, “দেশনায়ক তারেক রহমানের নির্দেশনায় ঘোষিত এই ৩১ দফা বাস্তবায়নই পারে একটি সুখী, সমৃদ্ধ ও গণতান্ত্রিক বাংলাদেশ গড়তে। আমরা জনগণের ঘরে ঘরে এই অঙ্গীকার পৌঁছে দিতে মাঠে নেমেছি।”
তিনি আরও জানান, "এ কর্মসূচি উপজেলার প্রতিটি ইউনিয়ন, ওয়ার্ড ও পৌরসভায় ধাপে ধাপে চালানো হবে, যেখানে উপজেলা ও পৌর বিএনপি, যুবদল, স্বেচ্ছাসেবক দল, শ্রমিকদল, ছাত্রদলসহ সকল অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা অংশ নেবেন।"
এই কর্মসূচি যেন একটি নতুন যাত্রা যা ভালুকার মাটিতে গণতন্ত্রের বীজ বপন করছে, জনগণের হাতে আশার লিফলেট তুলে দিচ্ছে। স্থানীয়রা আশা করছেন, এই আন্দোলন একদিন বাংলাদেশকে তার স্বপ্নের শিখরে নিয়ে যাবে।
একুশে সংবাদ/এ.জে