ভোলার চরফ্যাশন উপজেলার আহম্মদপুর ইউনিয়ন বিএনপি ও অঙ্গসহযোগী সংগঠনের উদ্যোগে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
গতকাল রবিবার সন্ধ্যায় উপজেলার আহম্মদপুর ইউনিয়নের হাজিরহাট বাজারে দলীয় কার্যালয়ে আয়োজিত এ আলোচনা সভায় সভাপতিত্ব করেন আহম্মদপুর ইউনিয়ন বিএনপির সভাপতি মোস্তফা কামাল খোকন মৃধা। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সাবেক আইনবিষয়ক সম্পাদক ও দুলারহাট থানা বিএনপির সাধারণ সম্পাদক অ্যাডভোকেট সিদ্দিক মাতাব্বর।
আলোচনা সভায় অ্যাডভোকেট সিদ্দিক মাতাব্বর বলেন, “চরফ্যাশন ও মনপুরার মাটি ও মানুষের জন্য বিএনপির সাবেক সংসদ সদস্য নাজিম উদ্দিন আলম দীর্ঘ ৩৫ বছর ধরে দেশনেত্রী বেগম খালেদা জিয়ার নেতৃত্বে কাজ করে যাচ্ছেন। তিনি সবসময় দলকে সংগঠিত করতে এবং গণতন্ত্র পুনরুদ্ধারে নিবেদিত ছিলেন।”
তিনি আরও বলেন, “গত ১৭ বছর ধরে বিএনপির ক্রান্তিকালে নাজিম উদ্দিন আলম ছাড়া এই অঞ্চলের শ্রমজীবী মানুষের খোঁজ কেউ নেয়নি। অথচ এখন পত্রপত্রিকায় বিএনপির মনোনয়নপ্রত্যাশী নেতার অভাব নেই—তারা শুধু পোস্টার, ব্যানার আর ফেস্টুনে নেতা হয়েছেন, কিন্তু কখনোই কর্মীদের পাশে ছিলেন না। চরফ্যাশনের মানুষ এখনো আশা করে, নাজিম উদ্দিন আলম বিএনপির মনোনয়ন নিয়ে আবারও আমাদের মাঝে ফিরে আসবেন।”
সভায় ইউনিয়নের শতাধিক নেতাকর্মী উপস্থিত ছিলেন। সভা শেষে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের ঘোষিত ‘রাষ্ট্রকাঠামো মেরামতের রূপরেখা’ বাস্তবায়নের লক্ষ্যে ৩১ দফা কর্মসূচির প্রচারণায় নাজিম উদ্দিন আলমের পক্ষে লিফলেট বিতরণ করেন অ্যাডভোকেট সিদ্দিক মাতাব্বর।
একুশে সংবাদ/এ.জে