গাইবান্ধার সাদুল্লাপুর উপজেলায় নিজ বাড়ির শয়নঘর থেকে ১৫ বছর বয়সী স্কুলছাত্রী গৌরবী রাণীর ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ।
শনিবার (১৮ অক্টোবর) বিকালে উপজেলার নলডাঙ্গা ইউনিয়নের দশলিয়া গ্রামের রায়পাড়া এলাকায় তার শয়নঘরে সেলিং ফ্যানের সঙ্গে ওড়না পেঁচানো অবস্থায় মরদেহ পাওয়া যায়। মৃত গৌরবী ওই গ্রামের মাছ ব্যবসায়ী গৌরাঙ্গ চন্দ্র রায়ের মেয়ে এবং নলডাঙ্গা জ্ঞানেন্দ্র চন্দ্র বালিকা উচ্চ বিদ্যালয়ের দশম শ্রেণির ছাত্রী ছিলেন।
স্থানীয়রা জানান, ঘটনার সময় গৌরবীর বাবা-মা বাড়িতে ছিলেন না। বাবা ব্যবসায়িক কাজে ঢাকায় ছিলেন এবং মা এক নিকটাত্নীয়ের বাড়িতে শ্রাদ্ধ অনুষ্ঠানে গিয়েছিলেন। গৌরবীর দাদী শয়নঘরে গিয়ে মেয়ের মরদেহ ফ্যানের সঙ্গে ঝুলন্ত অবস্থায় দেখতে পেয়ে চিৎকার করেন। চিৎকারে আশেপাশের লোকজন এসে মরদেহ নামিয়ে ফেলে।
পুলিশ ও মৃতার পরিবার এখনও মৃত্যুর সঠিক কারণ নিশ্চিত করতে পারেনি। তবে বাড়িতে কেউ না থাকার কারণে মৃত্যুটিকে রহস্যজনক হিসেবে দেখা হচ্ছে।
দুপুর ২টার সময় ঘটনা সাদুল্লাপুর থানার ডিউটি অফিসারকে জানানো হয়। প্রায় আড়াই ঘন্টা পরে থানার উপপরিদর্শক (এসআই) রিপন ও সঙ্গীয় ফোর্স ঘটনাস্থলে পৌঁছে সুরুতহাল রিপোর্ট তৈরি করেন এবং মরদেহ ময়না তদন্তের জন্য থানায় নিয়ে যান।
সাদুল্লাপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) তাজ উদ্দিন খন্দকার জানান, “পুলিশ ঘটনাস্থলে পাঠানো হয়েছে। থানায় একটি মামলা দায়েরের প্রস্তুতি চলছে। মরদেহ ময়না তদন্তের জন্য গাইবান্ধা আধুনিক হাসপাতাল মর্গে পাঠানোর প্রক্রিয়া চলছে। ময়না তদন্তের রিপোর্ট আসার পর মৃত্যুর সঠিক কারণ জানা যাবে।”
একুশে সংবাদ/এ.জে