AB Bank
  • ঢাকা
  • শনিবার, ১৮ অক্টোবর, ২০২৫, ২ কার্তিক ১৪৩২

সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল

Ekushey Sangbad QR Code
BBS Cables
Janata Bank
  1. জাতীয়
  2. রাজনীতি
  3. সারাবাংলা
  4. আন্তর্জাতিক
  5. অর্থ-বাণিজ্য
  6. খেলাধুলা
  7. বিনোদন
  8. শিক্ষা
  9. তথ্য-প্রযুক্তি
  10. অপরাধ
  11. প্রবাস
  12. রাজধানী
সভাপতি এসএম জিলানী

“ফ্যাসিবাদের পথে যারা হাঁটবে, তাদেরকে জনগণ ফ্যাসিবাদের মতো কবর রচনা করবে”


Ekushey Sangbad
ভাঙ্গা উপজেলা প্রতিনিধি, ফরিদপুর
০৬:১৪ পিএম, ১৮ অক্টোবর, ২০২৫

“ফ্যাসিবাদের পথে যারা হাঁটবে, তাদেরকে জনগণ ফ্যাসিবাদের মতো কবর রচনা করবে”

বাংলাদেশ জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দলের তিন উপজেলার কর্মী সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে কেন্দ্রীয় সভাপতি এসএম জিলানী বলেছেন, বিএনপি একটি নির্বাচনমুখী গণতান্ত্রিক দল। বিএনপির লক্ষ্য হলো গণতান্ত্রিক উপায়ে ভোটারাধিকার ফিরিয়ে আনা। তিনি বলেন, “আমি পিয়ার পদ্ধতি সম্পূর্ণ বুঝি না, তবে যতটুকু জানি, এতে কোনো রাজনৈতিক প্রার্থী থাকবে না।”

তিনি আরও বলেন, “১৭ বছর ধরে মানুষ তাদের কাঙ্খিত প্রার্থীকে ভোট দিতে পারেনি। যারা ফ্যাসিবাদের পথে হাঁটবে, তাদেরকে জনগণ ফ্যাসিবাদের মতো কবর রচনা করবে।”

শনিবার (১৮ অক্টোবর) দুপুরে ফরিদপুরের ভাঙ্গা উপজেলায় ঈদগাহ মাদ্রাসা মাঠে ভাঙ্গা সদরপুর ও চরভদ্রাসন উপজেলার স্বেচ্ছাসেবক দলের কর্মী সমাবেশে তিনি এসব কথা বলেন।

কেন্দ্রীয় নেতা জিলানী আরও বলেন, “বিএনপি শুধু নির্বাচনী চায় না, সংস্কারও চায়। ২০২৩ সাল থেকে এই সংস্কার নিয়েই আমাদের আন্দোলন চলছে। তবে একটি গ্রুপ ৫ই আগস্টের পরে ৩০০ আসনে প্রার্থিতা ঘোষণা করে, মুখে এক এবং অন্তরে আরেক। তাদেরকে বলা যায়, তারা নির্বাচনকে বাধাগ্রস্ত করতে ষড়যন্ত্রে লিপ্ত।” তিনি যোগ করেন, “বিএনপি কখনো পিছনের দরজা দিয়ে ক্ষমতা আসতে চায় না; তারা গণতান্ত্রিক উপায়ে নির্বাচনের মাধ্যমে ক্ষমতায় আসতে চায়।”

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ জাতীয়তাবাদী কৃষক দলের কেন্দ্রীয় সাধারণ সম্পাদক শহিদুল ইসলাম খান বাবুল, কেন্দ্রীয় স্বেচ্ছাসেবক দলের যুগ্ম সম্পাদক আব্দুর রহিম হাওলাদার সেতু। এছাড়া উপস্থিত ছিলেন ভাঙ্গা উপজেলা বিএনপির সভাপতি আলহাজ্ব খন্দকার ইকবাল হোসেন সেলিম, সাধারণ সম্পাদক আইয়ুব মোল্লা, সিনিয়র যুগ্ম সম্পাদক ফজলে সুবহান শামীম, যুগ্ম সম্পাদক সাঈদ মুন্সী, সাংগঠনিক সম্পাদক শহিদুল ইসলাম বিটু মুন্সী প্রমুখ।

অনুষ্ঠানের সভাপতিত্ব করেন ফরিদপুর জেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক মোজাম্মেল হোসেন মিঠু।

 

একুশে সংবাদ/এ.জে

সর্বোচ্চ পঠিত - সারাবাংলা

Link copied!