গাইবান্ধা জেলা বিএনপির সহ-সভাপতি, সুন্দরগঞ্জ উপজেলা বিএনপির সাবেক সভাপতি ও হরিপুর ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান মো. মোজহারুল ইসলাম বলেছেন, সাংবাদিক সমাজের দর্পন ও বাতিঘর। তিনি বলেন, একজন সাংবাদিক একজন ব্যক্তি বা প্রতিষ্ঠানকে উর্ধ্বমুখী করতে পারেন বা নিচে নামাতে পারেন। সমাজে সাংবাদিকদের যথেষ্ট ভূমিকা রয়েছে।
চেয়ারম্যান মোজহারুল ইসলাম আরও বলেন, “সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে নিজের ছবি প্রকাশ করা আর সাংবাদিকরা গণমাধ্যমে ছবি প্রকাশ করার মধ্যে শতভাগ ব্যবধান রয়েছে। যদি তা না হত, তাহলে দেশে গণমাধ্যমের অস্তিত্ব থাকত না। যদি কোনো মহল বা গোষ্ঠি সাংবাদিকতার বাইরে থেকে সাংবাদিকের দায়িত্ব পালন করতে চায়, তাহলে সেটি অনাকাঙ্খিত ও অসম্মানজনক কাজ হবে। যার যে দায়িত্ব, তাকে তা করতে দিতে হবে। তা না হলে মানবাধিকার লঙ্ঘিত হবে।”
পরিশেষে তিনি সাংবাদিকদের দায়িত্ব সঠিকভাবে পালনের আহ্বান জানান।
শুক্রবার বিকালে উপজেলার কাশিমবাজারস্থ হরিপুর ইউনিয়ন পরিষদের কার্যালয়ে অনুষ্ঠিত মতবিনিময় সভায় বর্তমান সুন্দরগঞ্জের রাজনৈতিক প্রেক্ষাপট ও সাংবাদিকদের অবস্থান নিয়ে আলোচনা করা হয়। সভায় বক্তব্য রাখেন জোষ্ঠ্য সাংবাদিক শাহ মো. রেদওয়ানুর রহমান, ঈমান আলী মামুন, এমদাদুল হক, এ মান্নান আকন্দ, আব্দুল মতিন সরকার, শহিদার রহমান জাহাঙ্গীর, গোলজার রহমান, রুবেল মিয়া ও শামীম পারভেজ।
একুশে সংবাদ/এ.জে