AB Bank
  • ঢাকা
  • শনিবার, ১৮ অক্টোবর, ২০২৫, ২ কার্তিক ১৪৩২

সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল

Ekushey Sangbad QR Code
BBS Cables
Janata Bank
  1. জাতীয়
  2. রাজনীতি
  3. সারাবাংলা
  4. আন্তর্জাতিক
  5. অর্থ-বাণিজ্য
  6. খেলাধুলা
  7. বিনোদন
  8. শিক্ষা
  9. তথ্য-প্রযুক্তি
  10. অপরাধ
  11. প্রবাস
  12. রাজধানী

ইলা মিত্রের জন্মশতবার্ষিকী উপলক্ষে চাঁপাইনবাবগঞ্জে শোভাযাত্রা ও সমাবেশ


Ekushey Sangbad
আব্দুল ওয়াহাব, চাঁপাইনবাবগঞ্জ
০৪:৩৭ পিএম, ১৮ অক্টোবর, ২০২৫

ইলা মিত্রের জন্মশতবার্ষিকী উপলক্ষে চাঁপাইনবাবগঞ্জে শোভাযাত্রা ও সমাবেশ

ঐতিহাসিক তেভাগা আন্দোলনের কিংবদন্তি নেত্রী ও ‘নাচোলের রাণীমাতা’ খ্যাত ইলা মিত্রের জন্মশতবার্ষিকী চাঁপাইনবাবগঞ্জে নানা আয়োজনের মধ্য দিয়ে পালিত হয়েছে।

শনিবার (১৮ অক্টোবর) দুপুরে তেভাগা আন্দোলনের নেত্রী ইলা মিত্রের জন্মশতবার্ষিকী উদযাপন পরিষদের উদ্যোগে বর্ণাঢ্য শোভাযাত্রা, আদিবাসী ও বাঙালি কৃষক সমাবেশ অনুষ্ঠিত হয়।

বেলা সাড়ে ১২টায় জেলা শহরের ফায়ার সার্ভিস মোড় থেকে উৎসবমুখর পরিবেশে শোভাযাত্রাটি বের করা হয়। আদিবাসী নারী-পুরুষরা ঐতিহ্যবাহী পোশাক পরিধান করে মাদলের তালে তালে নেচে-গেয়ে এতে অংশ নেন। শোভাযাত্রাটি শহরের বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে চাঁপাইনবাবগঞ্জ পৌর পার্কে এসে শেষ হয়।

পরে জাতীয় সংগীত পরিবেশনের মধ্য দিয়ে শুরু হয় সমাবেশ। এতে বক্তব্য রাখেন—আদিবাসী লেখক ও গবেষক মিথু শিলাক মুরমু, রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ফোকলোর বিভাগের অধ্যাপক উদয় শংকর বিশ্বাস, উত্তরবঙ্গ আদিবাসী ফোরামের সভাপতি হিংগু মুরমু, নির্বাহী পরিচালক স্টেফান সরেন, জাতীয় আদিবাসী পরিষদের কেন্দ্রীয় সভাপতি বিচিত্রা তির্কি, সাধারণ সম্পাদক বিমল রাজোয়াড় প্রমুখ।

সমাবেশে বক্তারা বলেন, “ইলা মিত্র ছিলেন নিপীড়িত কৃষক-শ্রমিক ও আদিবাসী জনগোষ্ঠীর মুক্তির প্রতীক। তাঁর সংগ্রামী জীবন বর্তমান প্রজন্মের জন্য অনুপ্রেরণার উৎস।”

অনুষ্ঠানের ফাঁকে বিভিন্ন সাংস্কৃতিক সংগঠন ইলা মিত্রের জীবন ও তেভাগা আন্দোলনের ওপর ভিত্তি করে গীতি-আলেখ্য ও নাট্য পরিবেশনা উপস্থাপন করে।

 

একুশে সংবাদ/এ.জে

সর্বোচ্চ পঠিত - সারাবাংলা

Link copied!