বরিশালের উজিরপুর উপজেলায় অবাধে অতিথি পাখি শিকারের অভিযোগ পাওয়া গেছে। উপজেলার বিভিন্ন বিলাঞ্চলে এক শ্রেণির অসাধু চোরা শিকারি প্রতিনিয়ত এসব অতিথি পাখি ধরে প্রকাশ্যে বাজারে বিক্রি করে আসছে।
স্থানীয় সূত্রে জানা গেছে, উজিরপুর উপজেলার মশাং, হারতা, জল্লা ও সাতলা ইউনিয়নের বিভিন্ন বাজারে ভোর থেকেই অতিথি পাখির হাট বসে। স্থানীয়দের অভিযোগের ভিত্তিতে উজিরপুর বন বিভাগ শনিবার (১৮ অক্টোবর) সকালে মশাং বাজারে অভিযান চালিয়ে বিলুপ্তপ্রায় দেশীয় প্রজাতির কয়েকটি পাখিসহ ২০টি অতিথি পাখি উদ্ধার করে।
উপজেলা বন কর্মকর্তা মোঃ হুমায়ুন কবির বলেন, “গোপন সূত্রে খবর পেয়ে অভিযান চালিয়ে পাখিসহ এক বিক্রেতাকে হাতে-নাতে আটক করা হয়।”
অভিযানে তার নেতৃত্বে অংশ নেন বন প্রহরী বদিউজ্জামান হাওলাদার বাদল ও গ্রাম পুলিশ মোহাম্মদ সেলিম শেখ।
পাখি শিকারি ও বিক্রেতা সুশীল বিশ্বাস (৬৫)-কে আটক করে উপজেলা সদরে নেওয়া হয়। তবে আইনি জটিলতার কারণে আটক পাখিগুলো কিছু সময় হেফাজতে রাখার পর গৌরনদী বন রেঞ্জ কর্মকর্তা নুরুল ইসলাম বিশ্বাস ও উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ আলী সুজার সহায়তায় পৌরসদরের ৯নং ওয়ার্ডের পরমানন্দ সাহা গ্রামের সন্ধ্যা নদীর চরে অবমুক্ত করা হয়।
আটক বিক্রেতা সুশীল বিশ্বাস জানান, তিনি সাতলা নয়াকান্দি গ্রাম থেকে ২০টি অতিথি পাখি ৭ হাজার টাকায় ক্রয় করে মশাং বাজারে বিক্রির উদ্দেশ্যে নিয়ে আসেন। তিনি হারতা ইউনিয়নের কালবিলা গ্রামের সুরেন বিশ্বাসের পুত্র।
স্থানীয় পরিবেশপ্রেমীরা বলেন, প্রতি বছর শীত মৌসুম ঘনিয়ে আসলেই অতিথি পাখির আগমন ঘটে। কিন্তু নির্বিচার শিকার ও বিক্রির কারণে এসব পাখির সংখ্যা দিন দিন কমে যাচ্ছে। তারা এই অবৈধ শিকার বন্ধে কঠোর নজরদারি ও নিয়মিত অভিযান পরিচালনার দাবি জানিয়েছেন।
একুশে সংবাদ/এ.জে