AB Bank
  • ঢাকা
  • শনিবার, ১৮ অক্টোবর, ২০২৫, ২ কার্তিক ১৪৩২

সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল

Ekushey Sangbad QR Code
BBS Cables
Janata Bank
  1. জাতীয়
  2. রাজনীতি
  3. সারাবাংলা
  4. আন্তর্জাতিক
  5. অর্থ-বাণিজ্য
  6. খেলাধুলা
  7. বিনোদন
  8. শিক্ষা
  9. তথ্য-প্রযুক্তি
  10. অপরাধ
  11. প্রবাস
  12. রাজধানী

কিশোরগঞ্জে মাদকাসক্ত পুত্রের ছুরিকাঘাতে পিতার মৃত্যু


Ekushey Sangbad
জেলা প্রতিনিধি, কিশোরগঞ্জ
১০:৪৩ পিএম, ১৭ অক্টোবর, ২০২৫

কিশোরগঞ্জে মাদকাসক্ত পুত্রের ছুরিকাঘাতে পিতার মৃত্যু

কিশোরগঞ্জের করিমগঞ্জে মাদকাসক্ত পুত্রের ছুরিকাঘাতে আব্দুল মালেক (৮০) নামে এক বৃদ্ধের মৃত্যু হয়েছে। শুক্রবার (১৭ অক্টোবর) সকাল সাড়ে ১১টার দিকে করিমগঞ্জ পৌরসভার বেপারীপাড়া মোড় এলাকায় এ ঘটনা ঘটে।

স্থানীয় সূত্রে জানা যায়, সকালে পারিবারিক কলহের জেরে পিতা আব্দুল মালেক ও পুত্র আব্দুল আউয়াল ওরফে ভাঙ্গারী বাদলের মধ্যে কথা কাটাকাটি হয়। একপর্যায়ে ক্ষিপ্ত হয়ে বাদল ছুরি দিয়ে পিতাকে আঘাত করলে তিনি গুরুতর আহত হন। স্থানীয়রা দ্রুত আব্দুল মালেককে কিশোরগঞ্জের শহীদ সৈয়দ নজরুল ইসলাম মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যান। পরে উন্নত চিকিৎসার জন্য ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হলে বিকেল সাড়ে ৫টার দিকে তিনি মারা যান।

নিহতের চতুর্থ পুত্র মো. খোকন জানান, বাদল দীর্ঘদিন ধরে মাদকে আসক্ত ছিল। এর আগে তার নামে বাবা বাদী হয়ে মামলা করেছিলেন। কিছুদিন হাজতবাসের পর বাড়ি ফিরে এসে আবারও পারিবারিক কলহ বাড়িয়ে দেয়। সম্প্রতি স্ত্রী বাপের বাড়ি চলে যাওয়ায় সে বাবাকে চাপ দিচ্ছিল স্ত্রীকে ফিরিয়ে আনার জন্য। মূলত মাদকের নেশার কারণেই এই হত্যাকাণ্ড ঘটে।

করিমগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) শেখ মোহাম্মদ মাহাবুব মোরশেদ বলেন, “বৃদ্ধ পিতা ছুরিকাঘাতে আহত হয়েছেন জানতে পেরে তাৎক্ষণিক পুলিশ পাঠানো হয়। পরে তার মৃত্যু সংবাদ পাই। ঘটনাটি তদন্ত করে আইনানুগ ব্যবস্থা নেওয়া হচ্ছে।”

তিনি আরও বলেন, “মাদকের বিরুদ্ধে পুলিশ প্রশাসন নিরলসভাবে কাজ করছে। সবাই সহযোগিতা করলে এ ধরনের মৃত্যুর মরণছোবল থেকে সমাজকে রক্ষা করা সম্ভব।”

 

একুশে সংবাদ/এ.জে

সর্বোচ্চ পঠিত - সারাবাংলা

Link copied!