চট্টগ্রাম থেকে ছেড়ে আসা জামালপুরগামী বিজয় এক্সপ্রেস ট্রেনের পাওয়ার কার থেকে এক অজ্ঞাতনামা ব্যক্তির রক্তাক্ত লাশ উদ্ধার করা হয়েছে।
রবিবার বিকেল ৫টার দিকে গৌরীপুর রেলওয়ে জংশনে ট্রেন পৌঁছালে স্থানীয় রেলওয়ে পুলিশ লাশটি উদ্ধার করে।
পরে নিহতের সঙ্গে থাকা মোবাইল ফোনের মাধ্যমে তার ছেলে আনোয়ারের সঙ্গে যোগাযোগ করে পরিচয় নিশ্চিত করা হয়। নিহতের বাড়ি নেত্রকোনা জেলার মোহনগঞ্জ উপজেলার মেদনী সমাজ শহীদ ইউনিয়নে বলে জানা গেছে।
প্রত্যক্ষদর্শীরা জানান, নিহতের মুখ ও হাতে রক্তাক্ত আঘাতের চিহ্ন দেখা গেছে। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, তিনি দুর্ঘটনা বা নাশকতার শিকার হয়েছেন।
গৌরীপুর রেলওয়ে পুলিশ জানিয়েছে, লাশটি ময়নাতদন্তের জন্য ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। ঘটনার তদন্ত করছে রেলওয়ে পুলিশ।
একুশে সংবাদ/এ.জে



একুশে সংবাদের সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

