AB Bank
  • ঢাকা
  • শনিবার, ১১ অক্টোবর, ২০২৫, ২৬ আশ্বিন ১৪৩২

সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল

Ekushey Sangbad QR Code
BBS Cables
Janata Bank
  1. জাতীয়
  2. রাজনীতি
  3. সারাবাংলা
  4. আন্তর্জাতিক
  5. অর্থ-বাণিজ্য
  6. খেলাধুলা
  7. বিনোদন
  8. শিক্ষা
  9. তথ্য-প্রযুক্তি
  10. অপরাধ
  11. প্রবাস
  12. রাজধানী

তারাকান্দায় বিএনপির ৩১ দফা বাস্তবায়নে মটরসাইকেল রোড-শো


Ekushey Sangbad
তারাকান্দা, ময়মনসিংহ প্রতিনিধি
০৭:৫৫ পিএম, ১১ অক্টোবর, ২০২৫

তারাকান্দায় বিএনপির ৩১ দফা বাস্তবায়নে মটরসাইকেল রোড-শো

ময়মনসিংহের তারাকান্দায় বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের ঘোষিত ৩১ দফা বাস্তবায়নে শনিবার (১১ অক্টোবর) বিকেলে প্রায় ২ হাজার মটরসাইকেল নিয়ে রোড-শো ও পথসভা অনুষ্ঠিত হয়েছে। গোপালপুর বাজার থেকে শুরু হয়ে ফুলপুর পৌরসভার বিভিন্ন স্থান প্রদক্ষিণ করা হয়।

মটরসাইকেল রোড-শো নেতৃত্ব দেন ময়মনসিংহ-২ (ফুলপুর-তারাকান্দা) আসনের বিএনপির মনোনয়ন প্রত্যাশী, উত্তর জেলা বিএনপির একমাত্র যুগ্ম আহ্বায়ক এবং তারাকান্দা উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান মোতাহার হোসেন তালুকদার।

আরও উপস্থিত ছিলেন তারাকান্দা উপজেলা বিএনপির সদস্য সচিব আব্দুস সালাম তালুকদার, যুগ্ম আহবায়ক আব্দুল মালেক,কাজী আব্দুল বাতেন,আসাদুল হক মন্ডল,রাসেল মন্ডল,শামীম তালুকদার,এড. নজরুল ইসলাম ইসমাইল,রাকিব তালুকদার,শহিদুল ইসলাম মন্ডল, আশরাফুল আলম,আসাদ উল্লাহ আসাদ,ময়মনসিংহ উত্তর জেলা স্বেচ্ছাসেবক দলের আহবায়ক সাইফুল ইসলাম কামাল,ময়মনসিংহ উত্তর জেলা মৎস্যজীবি দলের সভাপতি হযরত আহম্মেদ সাকিব, তারাকান্দা উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহবায়ক ছায়াদুল ইসলাম মন্ডল,উত্তর জেলা যুবদলের সহ-সাধারন সম্পাদক আবুল কালাম আজাদ, তারাকান্দা উপজেলা ছাত্রদলের আহবায়ক আলমগীর হোসেন রকি প্রমূখ।

জানা গেছে, দুপুর থেকেই তারাকান্দা উপজেলার ১০ ইউনিয়ন বিএনপির নেতা-কর্মীরা মটরসাইকেল শোডাউন নিয়ে রোড-শোতে অংশগ্রহণ শুরু করেন।

 

একুশে সংবাদ/এ.জে

Link copied!