বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ঘোষিত রাষ্ট্র কাঠামো মেরামতের ৩১ দফার আলোকে “তারেক রহমানের ভাবনায় আগামীর তারুণ্য” শীর্ষক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
শনিবার (১১ অক্টোবর) বিকেলে সোনারগাঁও উপজেলার জামপুর ইউনিয়নের বশিরগাঁও বেসরকারি প্রাথমিক বিদ্যালয়ের মাঠে এ সভা অনুষ্ঠিত হয়।
সভায় প্রধান অতিথি ছিলেন মো. আল মুজাহিদ মল্লিক—সাবেক ছাত্রনেতা, উপজেলা বিএনপির সহ-সভাপতি এবং নারায়ণগঞ্জ-০৩ (সোনারগাঁ) আসনের মনোনয়ন প্রত্যাশী।
সভাপতিত্ব করেন আ. রহিম, সাবেক আহ্বায়ক, সোনারগাঁ সরকারি কলেজ ছাত্রদল।
সঞ্চালনায় ছিলেন সেলিম আহমেদ, যুবদল নেতা, জামপুর ইউনিয়ন।
সভায় আরও উপস্থিত ছিলেন প্রফেসর মনিরুল ইসলাম, প্রতিষ্ঠাতা সাধারণ সম্পাদক সোনারগাঁ উপজেলা ছাত্রদল; প্রফেসর গিয়াসউদ্দিন, সাবেক অধ্যক্ষ সরকারি সফর আলী কলেজ; মো. মনির মল্লিক, যুগ্ম আহ্বায়ক নারায়ণগঞ্জ জেলা কৃষকদল; মো. আল আমিন আহ্বায়ক সদস্য সোনারগাঁ উপজেলা যুবদল; মো. আমিনুল ইসলাম, সভাপতি সোনারগাঁ সরকারি কলেজ ছাত্রদল;
মো. নুরুজ্জামান, সাবেক সিনিয়র যুগ্ম সম্পাদক নোয়াগাঁও ইউনিয়ন ছাত্রদল; ওমর ফারুক, সাবেক সাংগঠনিক সম্পাদক শম্ভুপুরা ইউনিয়ন ছাত্রদল;
জিসান আহমেদ রনি ও সজিব হাসান, সাবেক সহসাধারণ সম্পাদক নারায়ণগঞ্জ জেলা ছাত্রদল; সালমান হোসেন, সাবেক সহসম্পাদক নারায়ণগঞ্জ জেলা ছাত্রদল;
এছাড়া উপস্থিত ছিলেন আরেফিন হাসান স্বাধীন, সাবেক ১নং সহসভাপতি জামপুর ইউনিয়ন ছাত্রদল; এস. এম. শিহাব, সাবেক সহসভাপতি জামপুর ইউনিয়ন ছাত্রদল; আলিফ, সাবেক সহ-সভাপতি কাঁচপুর ইউনিয়ন ছাত্রদল; ছাত্রদল নেতা ওসামা, রুহুল আমিনসহ আরও অনেকে।
সভায় বক্তারা বলেন, তারেক রহমানের নেতৃত্বে বাংলাদেশের তরুণ প্রজন্মকে নতুন রাষ্ট্রগঠনের চেতনায় উদ্বুদ্ধ করতে হবে। ৩১ দফা কর্মসূচি কেবল একটি রাজনৈতিক নথি নয়, বরং এটি ভবিষ্যৎ বাংলাদেশ গড়ার নীলনকশা।
তরুণদের অংশগ্রহণেই বাংলাদেশে গণতন্ত্র ও ন্যায়ভিত্তিক রাষ্ট্রব্যবস্থা প্রতিষ্ঠা সম্ভব বলে তারা মত প্রকাশ করেন।
একুশে সংবাদ/এ.জে