AB Bank
  • ঢাকা
  • শনিবার, ১১ অক্টোবর, ২০২৫, ২৬ আশ্বিন ১৪৩২

সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল

Ekushey Sangbad QR Code
BBS Cables
Janata Bank
  1. জাতীয়
  2. রাজনীতি
  3. সারাবাংলা
  4. আন্তর্জাতিক
  5. অর্থ-বাণিজ্য
  6. খেলাধুলা
  7. বিনোদন
  8. শিক্ষা
  9. তথ্য-প্রযুক্তি
  10. অপরাধ
  11. প্রবাস
  12. রাজধানী

ঝিকরগাছায় হাঁসের খামারে অভিযান, দেশীয় অস্ত্র ও ওয়াকিটকিসহ তিনজন আটক


Ekushey Sangbad
ইয়ানুর রহমান, যশোর
০৭:১৯ পিএম, ১১ অক্টোবর, ২০২৫

ঝিকরগাছায় হাঁসের খামারে অভিযান, দেশীয় অস্ত্র ও ওয়াকিটকিসহ তিনজন আটক

যশোরের ঝিকরগাছায় জেলা গোয়েন্দা পুলিশের অভিযান চালিয়ে একটি হাঁসের খামার থেকে বিপুল পরিমাণ দেশীয় অস্ত্র, খেলনা পিস্তল, ওয়াকিটকি ও অন্যান্য সরঞ্জাম উদ্ধার করা হয়েছে। অভিযানে নানা অপরাধে জড়িত থাকার অভিযোগে তিনজনকে আটক করা হয়েছে।

আটককৃতরা:মাহবুবুর রহমান (কাউরিয়া মুন্সিপাড়া), জাসিবুল ইসলাম হাসিব (পারবাজার), ইউনুস আলী (ঝাপা পশ্চিমপাড়া, মণিরামপুর)।

অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম অ্যান্ড অপস) আবুল বাশার এর নেতৃত্বে শুক্রবার সন্ধ্যা ৭টা থেকে রাত ১০টা ৩০ মিনিট পর্যন্ত অভিযান পরিচালিত হয়। এতে ডিবি পুলিশের বিশেষ টিম ও ঝিকরগাছা থানা পুলিশ অংশগ্রহণ করে।

অভিযানে জব্দকৃত সামগ্রী: ধারালো হাসুয়া, রামদা দা, কুড়াল, চাইনিজ কুড়াল, ওয়াকিটকি, খেলনা পিস্তল, রেঞ্চ, করাত, যৌনতা-সংশ্লিষ্ট সরঞ্জাম, মদ ও মদের বোতল, ওজন মাপা স্কেল, সিসি ক্যামেরা, পুলিশের ব্যবহৃত পোশাক ।
স্থানীয়রা জানায়, হাঁসের খামার ও মাছের ঘেরের আড়ালে একটি সিন্ডিকেট দীর্ঘদিন ধরেই যৌনকর্ম, পুলিশের পরিচয় ব্যবহার করে ডাকাতি ও চাঁদাবাজিসহ বিভিন্ন অপরাধ চালিয়ে আসছিল। স্থানীয় প্রভাবশালীদের ছত্রছায়ায় এই চক্র ধরা-ছোঁয়ার বাইরে ছিল। অভিযানের সময় চক্রের গডফাদার ও খামার মালিক সোহাগ পালিয়ে যান।

অতিরিক্ত পুলিশ সুপার আবুল বাশার জানান, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, এই চক্র দীর্ঘদিন ধরে চাঁদাবাজি, অস্ত্র ও মাদক ব্যবসার সঙ্গে জড়িত। সোহাগের বিরুদ্ধে একাধিক মাদক মামলা রয়েছে এবং তাকে ধরতে অভিযান চলমান। মামলার প্রক্রিয়া ঝিকরগাছা থানায় নিয়মিতভাবে চলছে।
ডিবি পুলিশের এসআই আবু হাসান, এসআই অলোক কুমার দেবসহ ঝিকরগাছা ও ডিবি পুলিশের বিশেষ টিমের সদস্যরা।

 

একুশে সংবাদ/এ.জে

Link copied!